বন্ধ হয়ে যাচ্ছে মার্কসের ৩০ বিক্রয়কেন্দ্র

0

ডেস্ক রিপোর্ট: করোনার কারণে অন্যান্য কোম্পানির মতো ব্যবসায় লোকসান হয়েছে মার্কস অ্যান্ড স্পেনসারের। এ কারণে আগামী ১০ বছরে বিশ্বব্যাপী কোম্পানিটির ৩০টি দোকান বন্ধ করে দেওয়া হবে। মার্কস অ্যান্ড স্পেনসার ইতোমধ্যে ৫৯টি দোকান বন্ধ বা স্থানান্তর করেছে। এই প্রক্রিয়ায় ৭ হাজার মানুষ কাজ হারিয়েছেন।গত বছর বড় ধরনের ক্ষতির মুখে এবার এই সিদ্ধান্ত নিয়েছে মার্কস অ্যান্ড স্পেনসার। অন্যান্য ব্যবসা কমে গেলেও খাবারের ব্যবসা ভালো হয়েছে তাদের।২০২০ সালের ২৭ মার্চ থেকে ২০২১ সালের ২৭ মার্চ পর্যন্ত মার্কস অ্যান্ড স্পেনসারের কর-পূর্ব ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে ২০ কোটি ১২ লাখ পাউন্ড। অথচ আগের বছর তাদের মুনাফা হয়েছিল ৬ কোটি ৭২ লাখ পাউন্ড।খুচরা ব্যবসার জগতে মার্কস অ্যান্ড স্পেনসার বিশ্বের শীর্ষস্থানীয় এক নাম। এখন তাদের ২৫৪টি পূর্ণাঙ্গ দোকান আছে। তারা মূলত পোশাক, গৃহস্থালি পণ্য ও খাবার বিক্রি করে। এই দোকানগুলোর মধ্যে অনেকগুলো দীর্ঘদিন ধরে ক্ষতির মুখে আছে। তাদের পক্ষে এখন নতুন বিনিয়োগ করা কঠিন।আগামী এক দশকে ৩০টি দোকান ধারাবাহিকভাবে বন্ধ হয়ে যাবে। এছাড়া আরও ৮০টি দোকান নতুন জায়গায় সরিয়ে নেওয়া হবে অথবা স্থানীয় কোনো ব্যবসা প্রতিষ্ঠানের সঙ্গে একীভূত হবে।

Share.