চিরনিদ্রায় শায়িত স্বাস্থ্যমন্ত্রীর মা

0

ঢাকা: স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেকের মা ফৌজিয়া মালেকের দাফনকাজ সম্পন্ন হয়েছে। মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়ায় আজ শুক্রবার বেলা ১১টার দিকে তৃতীয় জানাজা শেষে স্বামী প্রয়াত কর্নেল আবদুল মালেকের কবরের পাশে তাঁকে দাফন করা হয়।বার্ধক্যজনিত কারণে ঢাকার গুলশানের এ এম জেড হাসপাতালে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে ফৌজিয়া মালেকের মৃত্যু হয়। তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর।এদিকে, স্বাস্থ্যমন্ত্রীর মায়ের মৃত্যুতে তাঁর গ্রামের বাড়ি মানিকগঞ্জের গড়পাড়া ইউনিয়নের চান্দইরে সব আত্মীয়-স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। সেই সঙ্গে এলাকায় আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের ব্যাপক সমাগম লক্ষ করা গেছে।ফৌজিয়া মালেক রাজধানী ঢাকার প্রথম মেয়র এবং আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্ঠা প্রয়াত কর্নেল আবদুল মালেকের সহধর্মিনী।এদিকে, গতকাল বৃহস্পতিবার রাজধানীর বারিধারা এলাকায় প্রথম জানাজা শেষে রাতেই মানিকগঞ্জের গড়পাড়ায় নিয়ে আসা হয় ফৌজিয়া মালেকের মরদেহ। পরে আজ শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে তাঁর বাবার বাড়ি সাটুরিয়া উপজেলার হরগজ গ্রামের ফুটবল খেলার মাঠে দ্বিতীয় এবং বেলা ১১টার দিকে গড়পাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের মাঠে তৃতীয় জানাজা শেষে স্বামী প্রয়াত কর্নেল আবদুল মালেকের কবরের পাশে দাফন করা হয়।এ সময় জেলা প্রশাসক এস এম ফেরদৌস, পুলিশ সুপার রিফাত রহমান শামীম, ঢাকার ধামরাই থেকে আসা সংসদ সদস্য বেনজির আহমেদ, মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মহিউদ্দিন, সাধারণ সম্পাদক আব্দুস সালাম এবং আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী জানাজায় অংশ নেন।

Share.