দুইদিনে ২৫০ ফিলিস্তিনিকে গ্রেপ্তার করেছে ইসরায়েল

0

ডেস্ক রিপোর্ট: ইসরায়েলি পুলিশ গত দুইদিনে দেশটিতে কমপক্ষে ২৫০ জন ফিলিস্তিনিকে গ্রেপ্তার করেছে। অধিকার কর্মীরা বলছেন, এই কমিউনিটির ওপর ইহুদি ইসরায়েলিদের হামলার ঘটনা ঘটলেও তারা কোনও সাজা পায় না। ফিলিস্তিন কর্তৃপক্ষের নিউজ এজেন্সি ওয়াফা জানিয়েছে, ফিলিস্তিনিদের ধরপাকড় অভিযান এখনও অব্যাহত আছে। এরই অংশ হিসেবে সোম ও মঙ্গলবার ইসরায়েলে ২৫০ জন ফিলিস্তিনিকে গ্রেপ্তার করেছে ইসরায়েলি বাহিনী।ইসরায়েলে ফিলিস্তিনিদের আইনি সুরক্ষায় কাজ কাজ করে আদালাহ। সংস্থাটির প্রধান হাসান জাবরিন বলেছেন, পুরোপুরি রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত হয়েছে নাগরিকদের ‘ভয়’ দেখাচ্ছে ইসরায়েলি পুলিশ। এর কোনও আইনি ভিত্তি নেই।ওয়াদি আরা এবং কাফর মান্দায় ঘরবাড়িতে হানা দেয় ইসরায়েলি পুলিশ। এরপর তার কয়েক ডজন যুবককে গ্রেপ্তার করে। এছাড়া নেগেভ এবং উম্ম আল-ফাহমেও গ্রেপ্তারি অভিযান চালিয়েছে ইসরায়েলি পুলিশ।এদিকে ইসরায়েলের গোয়েন্দা বাহিনী নেগেভ ভিত্তিক শিল্পী মইন আল-আসামকেও গ্রেপ্তার করেছে। তিনি জেরুজালেম ও গাজাকে নিয়ে গান গেয়েছেন এবং ফিলিস্তিনের প্রতিরোধ গ্রুপগুলোর প্রশংসা করেছে। তাকে দুই ঘণ্টা জিজ্ঞাসাবাদও করা হয়।বেশিরভাগ যুবককে লোদ শহর থেকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম। ওই শহর থেকে কমপক্ষে ১৪০ জনকে গ্রেপ্তার করা হয়।

Share.