ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে ডা. লিপির মরদেহ

0

ঢাকা অফিস: রাজধানীর কলাবাগানের ভাড়া বাসা থেকে উদ্ধার হওয়া গ্রিন লাইফ হাসপাতালের চিকিৎসক কাজী সাবিরা রহমান লিপির (৪৭) রক্তাক্ত মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠিয়েছে কলাবাগান থানা পুলিশ।সোমবার (৩১ মে) কলাবাগানের একটি ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তিনি গ্রিন লাইফ হাসপাতালের কনসালটেন্ট (সনোলজিস্ট) ছিলেন।কলাবাগান থানার ওসি পরিতোষ চন্দ্র বিষয়টি নিশ্চিত করে সংবাদমাধ্যমকে বলেন, প্রাথমিকভাবে পুলিশের ধারণা এটি একটি হত্যাকাণ্ড। তবে তা নিশ্চিত হওয়ার জন্য বিকেল সাড়ে ৪টার দিকে চিকিৎসক সাবিরার মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধারের ঘটনায় ওই বাসায় পৌঁছে সম্ভাব্য আলামত সংগ্রহ করে সিআইডির ক্রাইম সিন ইউনিট। উপস্থিত হয় মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ, পিবিআই, র‌্যাবের তদন্তকারী দল।দুপুরে ওই চিকিৎসকের মরদেহ উদ্ধারের সময় ঘটনাস্থলে উপস্থিত ডিবি পুলিশের রমনা বিভাগের উপ-কমিশনার (ডিসি) এইচ এম আজিমুল হক বলেন, নিহত সাবিরার গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। পিঠেও দুটি আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে আমাদের কাছে এই ঘটনাকে আত্মহত্যা মনে হচ্ছে না। চিকিৎসক নিহতের ঘটনায় এ পর্যন্ত জিজ্ঞাসাবাদের জন্য চারজনকে হেফাজতে নিয়েছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। তারা হলেন- সাবলেট থাকা এক শিক্ষার্থী, তার এক বন্ধু, বাড়ির দারোয়ান রমজান ও গৃহপরিচারিকা।

Share.