মানবদেহে প্রথমবার বার্ড ফ্লুর নতুন ধরন শনাক্ত, সতর্কতা জারি

0

ডেস্ক রিপোর্ট:  চীনে প্রথমবারের মতো বার্ড ফ্লুর এইচ১০এন৩ স্ট্রেইনে আক্রান্ত হয়েছে এক ব্যক্তি। ৪১ বছর বয়সী ওই ব্যক্তি দেশটির পূর্বাঞ্চলীয় জিয়াংসু প্রদেশের বাসিন্দা। মঙ্গলবার চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন (এনএইচসি) এ কথা জানিয়েছে। এনএইচসি এক বিবৃতিতে জানিয়েছে, জ্বর এবং অন্যান্য লক্ষণ দেয়ার পর গত ২৮ এপ্রিল ঝেনজিয়াং শহরে বাসিন্দা ওই ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়। এরপর ২৮ মে তার শরীরে এইচ১০এন৩ ভাইরাস পাওয়া যায়। তবে ওই ব্যক্তি কিভাবে বার্ড ফ্লুতে আক্রান্ত হয়েছে তা জানায়নি তারা।এনএইচসি জানিয়েছে, এইচ১০এন৩ একটি স্বল্প সংক্রামক পোলট্রি ভাইরাস। ব্যাপকমাত্রায় এই ভাইরাস ছড়িয়ে পড়ার ঝুঁকি খুবই কম। তারা জানিয়েছে, ওই ব্যক্তির অবস্থা স্থিতিশীল এবং হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হবে তাকে। মেডিকেল পর্যবেক্ষনে দেখা গেছে, তার সংস্পর্শে আসা ব্যক্তিরা কেউ আক্রান্ত হয়নি।চীনে বার্ড ফ্লুর বিভিন্ন স্ট্রেইন বর্তমান রয়েছে। মাঝে মধ্যেই এসব স্ট্রেইনে মানুষজন সংক্রমিত হচ্ছে। বিশেষ করে যারা পোলট্রি শিল্পে কাজ করেন। তবে ২০১৬-১৭ সালে এইচ৭এন৯ স্ট্রেইনে প্রায় ৩০০ লোকের মৃত্যু হওয়ার পর বার্ড ফ্লুতে উল্লেখযোগ্য পরিমাণ মানুষ আক্রান্ত হয়নি।এনএইচসি জানিয়েছে, এর আগে বিশ্বে কখনও কোনও মানুষ এইচ১০এন৩ স্ট্রেইনে আক্রান্ত হয়নি। তাই কোনও মানুষ এই প্রথমবার এই ভাইরাসে আক্রান্ত হলো।

Share.