ডেস্ক রিপোর্ট: ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দীর্ঘ ১২ বছরের আসন টলতে যাচ্ছে। বুধবার স্থানীয় সময় মধ্যরাতে বিরোধী দল জোট ঘোষণার করতে চলেছে। ফলে ইসরাইলের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় প্রধানমন্ত্রীর ক্ষমতায় থাকা নেতানিয়াহুর ভবিষ্যত অনিশ্চয়তার মুখে পড়েছে।মধ্যপন্থী দল ইয়েস আতিদের নেতা ইয়াইর লাপিদ শিগগিরই যোগ ঘোষণা করতে চলেছেন বলে আল জাজিরা বুধবার এক প্রতিবেদনে জানিয়েছেন। জোট সরকার গঠনের জন্য মধ্যপন্থী এই দলটি উগ্র জাতীয়তাবাদী দল ইয়ামিনা পার্টির নেতা নাফতালি বেনেটের সঙ্গে যোগ গঠনের ব্যাপারে একমত হয়েছেন। যেকোনো সময় তারা জোট ঘোষণা করবেন বলে ওই প্রতিবেদনে বলা হয়েছে। এরফলে ইয়ামিনা পার্টির ছয়টি আসন যোগ হচ্ছে বিরোধী জোটের সঙ্গে।গত মার্চে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে চূড়ান্ত সংখ্যাগরিষ্ঠতা পেতে ব্যর্থ হন ইসরাইলের ইতিহাসে সবচেয়ে বেশি সময় ক্ষমতায় থাকা নেতানিয়াহু। ওই নির্বাচনে চতুর্থবারের মতো জোট গঠনে ব্যর্থ হন তিনি।এদিকে দীর্ঘ সময় ক্ষমতায় থাকাকালে দুর্নীতির অভিযোগে তার বিরুদ্ধে করা মামলার বিচার প্রক্রিয়াধীন রয়েছে। তাই যুগব্যাপী থাকা ক্ষমতার থাকা নেতানিয়াহুর মসনদ ছাড়া এখন সময়ের ব্যাপারমাত্র।
যে কারণে অনিশ্চিত নেতানিয়াহুর ভবিষ্যত
0
Share.