ভারতের ম্যাচের আম্পায়ারিং নিয়ে বিতর্ক

0

স্পোর্টস ডেস্ক: গতকাল ভারতের ইনিংসের শেষ দিকে দ্রুত রান তোলার চেষ্টা করছিলেন রবীন্দ্র জাদেজা। কিন্তু ৪৮তম ওভারে এই অলরাউন্ডার রান আউট হয়ে যান। সে আউট বিতর্কের জন্ম দিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এভাবে কোনো ব্যাটসম্যানকে আউট করা যায় কি না—এ নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। গতকাল চেন্নাইয়ে ভারতকে ৮ উইকেতে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। শিমরন হেটমায়ার ও শাই হোপের সেঞ্চুরি ভারতের গড়া ২৮৭ রানকে ছোট লক্ষ্য বানিয়ে ফেলেছে। ভারতীয় দর্শকেরা অবশ্য মেতেছেন জাদেজার আউট নিয়ে। ৪৮তম ওভারে দ্রুত এক রান নিতে চেয়েছিলেন জাদেজা। কিন্তু রোস্টন চেজের সরাসরি থ্রো নন স্ট্রাইকিং প্রান্তের স্ট্যাম্প ভেঙে দেয়। ২১ রানেই ফিরতে হয় জাদেজাকে।মজার ব্যাপার জাদেজাকে প্রথমে আউট দেওয়া হয়নি। চেজের থ্রো স্টাম্পে লাগলেও মাঠের আম্পায়ার শন জর্জ রান আউট দেননি। এমনকি তৃতীয় আম্পায়ারের শরণাপন্ন হননি দক্ষিণ আফ্রিকান এই আম্পায়ার। কিন্তু মাঠের বড় পর্দায় ঘটনাটার রিপ্লে দেখে উইন্ডিজ অধিনায়ক কারণ পোলার্ড ও রোস্টন চেজ আম্পায়ারের কাছে আবেদন জানান। বল ততক্ষণে ডেড হয়ে গেলেও জর্জ এবার তৃতীয় আম্পায়ারের সাহায্য চান। এবং ভিডিও রিপ্লে দেখে জাদেজাকে আউট ঘোষণা করেন। এভাবে বল ডেড হওয়ার পর সিদ্ধান্ত বদল ভারত দলকে ক্ষুব্ধ করেছিল। বিরাট কোহলি তো রেগেমেগে মাঠের দিকে এগিয়েও এসেছিলেন। অনেক ভারতীয় দর্শক টুইটারে জিজ্ঞেস করেছেন, এভাবে বল ডেড হয়ে যাওয়ার পর তৃতীয় আম্পায়ারের সাহায্য নেওয়ার কোনো প্রক্রিয়া আছে কি না। তবে অনেক সমর্থকই প্রথমেই এ আউট না দেওয়ায় আম্পায়ার জর্জের সমালোচনা করেছেন। এক সমর্থক লিখেছেন, ‘তৃতীয় আম্পায়ারের কাছে আবেদন করার সময়ের প্রক্রিয়াটা কী? আর মূল আম্পায়ার কেন তৃতীয় আম্পায়ারের কাছে গেল না সেটা ভেবেই বিস্মিত। বিসিসিআই এ ব্যাপারে জানিয়ে সাহায্য করুন।’

Share.