ডেস্ক রিপোর্ট: দখলদার ইসরায়েল কিছুদিন আগে তাণ্ডব চালায় ফিলিস্তিনের গাজা উপত্যকায়। বর্বর ইসরায়েলের সেই তাণ্ডবের বিরুদ্ধে মুখ খুলেছিলেন সারা বিশ্বের কোটি কোটি মানুষ।এই লক্ষ-কোটি মানুষের মধ্যে একজন ছিলেন গুগলের ‘বৈচিত্র্য বিভাগের’ প্রধান কামাউ বব। তাণ্ডব চলাকালে ইহুদিবিরোধী এক পোস্ট শেয়ার করেছিলেন তিনি। বৃহস্পতিবার (৩ জুন) প্রতিষ্ঠানটির এক মুখপাত্রের বরাত দিয়ে এ খবর জানা যায়।কামাউ বব নামের ব্যক্তির ওই পোস্টে বলা হয়েছে, ইহুদিদের ‘যুদ্ধ এবং হত্যার’ জন্য ক্ষুধার্ত হয়ে থাকে। ২০০৭ সালে ব্লগে শেয়ার করা এই মন্তব্যটি ইসরায়েল-ফিলিস্তিন সহিংসতাকে কেন্দ্র করে বিগত সপ্তাহে আবারও সামনে এসেছে। যা ইতোমধ্যে ডিলিট করে দেওয়া হয়েছে।গুগলের এক মুখপাত্র বলেন, আগামী দিনগুলোতে কামাউ বব আমাদের বৈচিত্র্য বিভাগের সঙ্গে আর থাকছেন না। আমাদের বৈচিত্র্য বিভাগের এক সদস্যের লেখা এমন পোস্টের তীব্র নিন্দা জানাই। যা ইহুদি সম্প্রদায়ের মানুষদের মনে ব্যাথার সৃষ্টি করেছে, যোগ করেন তিনি।গুগলের এই কর্মকর্তা আরো বলেন, লেখাটি সন্দেহাতীতভাবে বেদনাদায়ক। ইতিমধ্যে নিজ অপরাধ স্বীকার করে ক্ষমা চেয়েছেন লেখক। সে আমাদের বৈচিত্র্য বিভাগের সঙ্গে আর থাকছেন না।
ইহুদিদের বিরুদ্ধে কথা বলায় চাকরি গেল গুগলের বিভাগীয় প্রধানের
0
Share.