স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে চিলির কাছে ১-১ গোলে আটকে গেল আর্জেন্টিনা। মেসিদের জিততে দিলেন না অ্যালেক্সিস সানচেজ। তাঁর গোলেই ম্যাচে সমতা ফেরায় চিলি। ফলে চিলির সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করে নিতে হয়েছে আর্জেন্টিনাকে। তবে ড্র করলেও সন্তুষ্ট আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। এদিন ম্যাচের ২৩ মিনিটের মাথায় ভিএআর’র সাহায্যতে পেনাল্টি উপহার পায় আর্জেন্টিনা। ২৪ মিনিটের মাথায় স্পট কিক থেকে গোল করতে ভুল করেননি মেসি। আর্জেন্টিনা এগিয়ে যায় ১-০ গোলে।যদিও খুব বেশিক্ষণ ব্যবধান বজায় রাখতে পারেনি আর্জেন্টিনা। ৩৬ মিনিটে গ্যারি মেদেলের পাস থেকে বল ধরে আর্জেন্টিনার জালে জড়িয়ে দেন সানচেজ। চিলি ম্যাচে ১-১ সমতা ফেরায়। প্রথমার্ধের ইনজুরি টাইমে মেসির ফ্রি-কিক সেভ করেন ব্র্যাভো। শেষ পর্যন্ত ১-১ গোলেই শেষ হয় ম্যাচ।ম্যাচের পর আর্জেন্টাইন তারকা বলেন, ‘অনেক দিন পর আমরা একসঙ্গে খেললাম। বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচগুলো ছিল না (করোনাভাইরাসের বিরতির কারণে)। অল্প প্রস্তুতি নিয়ে গুছিয়ে ওঠা এবং ধারাবাহিকতা ধরে রাখা কঠিন। তারপরও আমি মনে করি, আমরা খুবই ভালো খেলেছি। চিলি আমাদের জন্য কঠিন পরিস্থিতি তৈরি করতে পারেনি। আমাদের দুর্ভাগ্য যে আমরা গোল পাইনি। ওদের বিপক্ষের ম্যাচগুলো সবসময়ই কঠিন হয়। যদিও জিততে পারিনি, কিন্তু আমরা ফল নিয়ে খুশি।’আগামী বুধবার কলম্বিয়ার মাঠে খেলবে আর্জেন্টিনা। ওই ম্যাচকে সামনে রেখে মেসি বলেন, ‘বাছাইপর্ব শুরু হওয়ার পর থেকে আমরা একটু একটু করে বেড়ে উঠছি। দলে আবারও নতুন খেলোয়াড় এসেছে। ধীরে ধীরে অবশ্যই আমরা আরও শক্তিশালী হয়ে উঠব। ভালো গতিশীলতা রয়েছে দলের মধ্যে।’