ঢাকা অফিস: রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনা ও করোনা উপসর্গ নিয়ে ৮ জন মৃত্যুবরণ করেছেন। এদের মধ্যে করোনা পজিটিভ হয়ে চারজন ও উপসর্গ নিয়ে চারজনের মৃত্যু হয়। মারা যাওয়া তিনজন রাজশাহীর ও পাঁচজন চাঁপাইনবাবগঞ্জের বাসিন্দা।চাঁপাইনবাবগঞ্জের মৃতদের মধ্যে তিনজন করোনা পজিটিভ, রাজশাহীর মৃত তিনজনের মধ্যে দুজনের করোনা পজিটিভ ছিল।শনিবার (৫ জুন) সকাল পর্যন্ত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন ২২৪ জন রোগী। এদের মধ্যে ১১১ জন পজিটিভ এবং বাকিরা উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি আছেন। গেল ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ১৬ জন। নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে রাজশাহীর দশজন, চাঁপাই এর পাঁচজন ও নওগাঁর একজন। বর্তমানে আইসিইউতে আছে ১৬ জন রোগী। হাসপাতালে ২৪ ঘণ্টায় ৯৪ জনের করোনা পরীক্ষা করা হয়েছে। তাদের মধ্যে ৩৮ জনের করোনা পজিটিভ হয়েছে। তবে হাসপাতালে করোনা ওয়ার্ডে শয্যা সংকটের কারণে হাসপাতালে অনেক রোগীকে ট্রলির ওপরে শুয়ে দেখা গেছে। শয্যা না থাকায় ভোগান্তিতে পড়তে হচ্ছে তাদের। এতে রোগীর স্বজনদের মধ্যে আতঙ্ক ও উদ্বেগ বাড়ছে। আর হাসপাতাল পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বলছেন, করোনা রোগীদের চিকিৎসায় ওয়ার্ড সংখ্যা বাড়ানো হচ্ছে। এ ছাড়া জরুরি ছাড়া অন্য রোগী ভর্তি না হলেও চিকিৎসা দেওয়া হচ্ছে।
রাজশাহী মেডিকেলে আরও ৮ জনের মৃত্যু
0
Share.