ডেস্ক রিপোর্ট: কাশ্মিরের বন্দিপুর ও রাজৌরির নিয়ন্ত্রণরেখায় গোলাগুলিতে দুই ভারতীয় সেনা নিহত হয়েছে। সেনা সূত্র দাবি করেছে, সোমবার (১৬ ডিসেম্বর) রাজৌরিতে পাকিস্তানি অনুপ্রবেশকারীরা ভারতীয় বাহিনীর ওপর হামলা চালালে এক সেনা নিহত হয়। আর বন্দিপুরে পাকিস্তানি বাহিনীর গুলিতে এক ভারতীয় সেনা কর্মকর্তা প্রাণ হারান। গত ৫ আগস্ট জম্মু-কাশ্মির রাজ্যটির ওপর থেকে মোদি সরকার বিশেষ মর্যাদা সম্পন্ন ৩৭০ ধারাটি বাতিল করার পর থেকে প্রতিবেশী দেশ দুইটির মধ্যে উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে, যার রেশ ছড়িয়ে পড়েছে পাকিস্তান-ভারত সীমান্তে। সোমবার ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে, রাজৌরির নিয়ন্ত্রণরেখা অতিক্রম করে পাকিস্তানি বাহিনীর সহায়তায় অনুপ্রবেশকারীরা কাশ্মিরে ঢোকার চেষ্টা করলে গুলি চালায় ভারতীয় সেনারা। তারপরেই পাল্টা গুলি চালানো শুরু করে পাকিস্তানি বাহিনী। এতে এক ভারতীয় সেনা সদস্য নিহত হয়েছে। ভারতীয় বাহিনীর দাবি, যুদ্ধবিরতি লঙ্ঘন করে ভারতের বন্দিপুরের একটি সেনা ফাঁড়ি লক্ষ্য করে অতর্কিত হামলা চালিয়েছে পাকিস্তান। এ সময় পাকিস্তানি সেনাদের গুলিতে এক সামরিক কর্মকর্তা নিহত হয়েছে। ভারতীয় সেনাবাহিনীও পাল্টা গুলিবর্ষণের মধ্য দিয়ে উপযুক্ত জবাব দিয়েছে। গত সপ্তাহে জম্মু-কাশ্মিরের পুঞ্চ, বারামুল্লা ও কাঠুয়া সীমান্তে মর্টার হামলা চালায় পাকিস্তান। এতে অন্তত দুইজন আহত হয়। কাশ্মিরের বিশেষ মর্যাদা বাতিলের পর থেকে প্রায় প্রতিদিনই সীমান্তের নিয়ন্ত্রণরেখা বরাবর দুই দেশের সেনাদের মধ্যে গুলি বিনিময় হয়। ইতোমধ্যে সীমান্ত সংঘর্ষে দুই দেশেরই বেশ কয়েকজন সেনা ও সাধারণ মানুষ প্রাণ হারিয়েছে।
কাশ্মির সীমান্তে গোলাগুলি, দুই ভারতীয় সেনা নিহত
0
Share.