নির্ভরতা কমাতে কাতারে তেলাপিয়া প্রকল্পের অনুমোদন

0

ডেস্ক রিপোর্ট:  কাতারকে প্রতিবছরই প্রায় দুই হাজার টন তেলাপিয়া মাছ আমদানি করতে হয়। নির্ভরতা কমানোর জন্য ৩১০ টন করে উৎপাদনের লক্ষ্যে দুটি প্রকল্পকে লাইসেন্স প্রদান করা হবে। দেশটির চাহিদা পূরণে তেলাপিয়া মাছের উৎপাদন বৃদ্ধির জন্য তৎপরতা করছে কাতার।উপসাগরীয় দেশ কাতার প্রতি বছর ৬০০ টন তেলাপিয়া চাষের জন্য উদ্যোগ গ্রহণ করেছে। দেশটির মৎস্য অধিদপ্তরের প্রধান মোহাম্মদ মাহমুদ আল-আব্দুল্লাহ মঙ্গলবার নিশ্চিত করেছেন বিষয়টি। কাতারের নগর ও পরিবেশ মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই ঘোষণা দেয়া হয়।মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, উপদ্বীপের খাদ্য-নিরাপত্তা ও উন্নত খামার নিশ্চিত করার জন্য অগ্রগতি করেছে তাদের মৎস্য অধিদপ্তর। অধিদপ্তরটি খামার মালিকদের সহায়তার মাধ্যমে দেশীয় বাজারে মাছের চাহিদা পূরণ ও বৈচিত্র্য বৃদ্ধির চেষ্টা করছে। আর উৎপাদিত মাছগুলো কাতারে বাজারজাত করা হবে বলেও জানানো হয়।

Share.