ঢাকা অফিস: পরিবেশ রক্ষায় সোচ্চার হয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম। বলেছেন, পরিবেশের ক্ষতি করে এমন কোনো ব্যবসা কিংবা ব্যবসা প্রতিষ্ঠান রাজধানীতে করতে দেওয়া হবে না। মঙ্গলবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে ‘অনিয়ন্ত্রিত দূষণে ঢাকা: নাগরিক ভাবনা’ শীর্ষক গোলটেবিল বৈঠকে মেয়র আতিক বলেন, ভালোবাসা ও বক্তব্যের দিন শেষ, এখন শুধু ফাইন। রাস্তায় ব্যবসা করলেই জরিমানা করা হবে। ব্যবসা করতে হলে পরিবেশকে বাঁচিয়ে রেখে ব্যবসা করতে হবে। রাস্তা দখলকারীদের হুঁশিয়ারি দিয়ে মেয়র আতিক বলেন, ভবিষ্যৎ প্রজন্মকে মেরে ফেলতে চাই না এবং তাদের কাছে দায়ী থাকতে চাই না। ঢাকা শহরের পরিবেশ আজ হুমকির মুখে। এ শহরে পরিবেশের জন্য হুমকিস্বরূপ এমন কোনো ব্যবসা প্রতিষ্ঠান করতে দেব না। রাস্তায় যারা খোয়া-বালি রেখে ব্যবসা করছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ ব্যাপারে শুধু ব্যক্তি নন, কোম্পানীকেও ছাড় দেওয়া হবে না উল্লেখ করে তিনি বলেন, আপনারা ব্যবসার ধরন পাল্টান। কীভাবে পরিবেশবান্ধব করা যায় সেই ব্যবস্থা করুন। সকল প্রকার উন্নয়নমূলক কাজ যেন নিয়ম মেনে করা হয়। প্রয়োজনে আমি পরিবেশ দূষণ ও জলাবদ্ধতা সৃষ্টিকারী কোম্পানির বিরুদ্ধে মামলা করব।
ভালোবাসা ও বক্তব্যের দিন শেষ, এখন শুধু ফাইন: মেয়র আতিকুল
0
Share.