সামনে যা আসছে, তা খুব কঠিন হতে যাচ্ছে: মেসি

0

স্পোর্টস ডেস্ক:  একে একে তিন ম্যাচে ড্র। তার ওপর প্রথমে এগিয়ে গিয়ে পয়েন্ট হারানোর ক্ষত। সবমিলে জয়টা যেন সোনার হরিণ হয়ে উঠেছিল আর্জেন্টিনার জন্য। অবশেষে পয়েন্ট হারানোর খরা কাটল আর্জেন্টাইনদের। শক্তিশালী উরুগুয়েকে হারিয়ে জয়ে ফিরল আর্জেন্টিনা।ব্রাজিলের গারিঞ্চা স্টেডিয়ামে আজ শনিবার বাংলাদেশ সময় সকালে অনুষ্ঠিত ম্যাচে উরুগুয়েকে ০-১ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। দলের হয়ে ব্যবধান গড়া একমাত্র গোলটি করেছেন গুইদো রদ্রিগেজ। তবে তাঁর গোলে বড় অবদান রেখেছেন দলটির সেরা তারকা লিওনেল মেসি।চলতি কোপা আমেরিকায় এটিই আর্জেন্টিনার প্রথম জয়। গত মঙ্গলবার ভোরে ব্রাজিলের রিও ডি জেনিরোর নিল্তন সান্তোসে অনুষ্ঠিত ম্যাচে চিলির সঙ্গে ১-১ গোলে ড্র করেছিলেন মেসিরা। তাই জয়ের পর স্বস্তিতে আর্জেন্টাইন শিবির।জয়ের পর নিজের ফেসবুক পাতায় একটি ছবি পোস্ট করেন লিওনেল মেসি। ছবিতে সতীর্থদের সঙ্গে বেশ হাসিখুশি দেখা যায় রেকর্ড ছয়বারের বর্ষসেরা ফুটবলারকে। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘চলো, এগিয়ে চলো। আজকের জয়টা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ ছিল। এ জয় মনকে প্রশান্তি এনে দেবে। সামনে যা আসছে, তা খুব কঠিন হতে যাচ্ছে।’স্বস্তির কথা শোনালেন ডি মারিয়াও। সংবাদমাধ্যমের সামনে পিএসজি তারকা বলেন, ‘জয়ের জন্য যে ভাগ্যটুকু দরকার, সেটাই পাচ্ছিলাম না আমরা (সাম্প্রতিক সময়ে)। আজকে আমরা সেটা পেয়েছি এমন এক প্রতিপক্ষের বিপক্ষে, যারা সবসময়ই কোপা আমেরিকার শিরোপার দাবিদার।’অবশ্য টুর্নামেন্টে ব্রাজিলকেই এগিয়ে রাখলেন ডি মারিয়া, ‘ব্রাজিল অবশ্যই সেরা দল (এখন পর্যন্ত)। আর্জেন্টিনা সব সময়ই ট্রফির দাবিদার, তবে ব্রাজিল খেলছে ঘরের মাঠে এবং সবকিছু খুব ভালো করছে। আমরা ধাপে ধাপে এগোচ্ছি এবং আমাদের স্বপ্ন এখনও বেঁচে আছে। আশা করি, আমরা স্বপ্নকে সত্যি প্রমাণ করতে পারব।’

Share.