নির্বাচনের আগে ধাক্কা খেলেন ম্যাক্রোঁ

0

ডেস্ক রিপোর্ট: ফ্রান্সে আঞ্চলিক নির্বাচনের প্রথম দফায় নাকানি চুবানি খেয়েছে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর ক্ষমতাসীন দল লা রিপাবলিক এন মার্চ (এলআরইএম)। রোববার ওই নির্বাচন অনুষ্ঠিত হয়।ভোটের পর বুথফেরত জরিপে জানা গেছে, স্থানীয় এই নির্বাচনের প্রথম ধাপে ম্যাক্রোঁ এবং বিরোধী নেতা ম্যারি লা পেন—কারও দলই পরবর্তী ধাপের নির্বাচনে অংশ নেয়ার মতো ভোট পাচ্ছে না। গত বৃহস্পতিবার এই ভোট অনুষ্ঠিত হয়েছে। আগামী ২৭ জুন দ্বিতীয় দফার ভোট অনুষ্ঠিত হবে।নির্বাচনের দ্বিতীয় ধাপে অংশ নেয়ার মতো ভোট পাবে না ম্যাক্রোঁর দল। বুথফেরত জরিপে বলছে, দ্বিতীয় দফার নির্বাচনে অংশ নেয়ার জন্য প্রয়োজনীয় ভোটের চেয়ে ১০ শতাংশ কম ভোট পেতে পারে তার দল। এরপর ম্যাক্রোঁর দলেরই এক আইনপ্রণেতা ওহ বের্গ বলেন, এটা ছিল চপেটাঘাত।নির্বাচনে ম্যাক্রোঁর মন্ত্রিসভার ১৫ জন মন্ত্রী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। কিন্তু প্রথম দফার নির্বাচনে খুব একটা ভালো করেননি তারা। বুথফেরত জরিপে দেখা গেছে, ম্যাক্রোঁর দল ১০.৪ শতাংশ ভোট পাবে। আর ম্যারি লা পেনের ন্যাশনাল র‌্যালি পার্টি পাবে ১৯.৪ শতাংশ ভোট। সবচেয়ে বেশি ভোট পাবে মধ্য ডানপন্থী লেস রিপাবলিকান ২৮.৭ শতাংশ ভোট।

Share.