আগের চেয়ে এখন অনেকটাই সুস্থ কবীর সুমন

0
বিনোদন ডেস্ক: প্রায় ১৩ মিনিট ১৫ সেকেন্ডের লাইভে কবীর সুমন জানান, আগের চেয়ে এখন অনেকটাই সুস্থ, তবে পুরোপুরি নয়। শুরুতেই বলেন, ‌‘আগে কী হয়েছিল একটু ছোট করে জেনে নিন। আগেই একটু ঠাণ্ডা লেগেছিল। কিন্তু রোববার (২৭ জুন) যেটা হলো, কোনোভাবেই ঢোক গিলতে পারছি না। অসম্ভব ব্যথা গলায়। অন্যকোনও সমস্যা নেই। একদমই ঢোক গিলতে পারছিলাম না; খাবার খাওয়া তো দূরের কথা। কেমন একটা কেলেঙ্কারি অবস্থা! এরপর প্রফেসর সৌমিত্র ঘোষের সঙ্গে কথা হয়। তিনি চমৎকারভাবে বলেন, স্যার হাসপাতালে চলে আসুন।’ওই দিন রাতেই কলকাতার এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয় কবীর সুমনকে। পরদিন ভোরে উডবার্ণ ওয়ার্ডে নেওয়া হয় এ গুণী শিল্পীকে।লাইভে গান প্রসঙ্গেও তিনি বলেন, ‘আমি দ্রুত সেরে উঠছি। শুনতেই পারছেন পাশে তানপুরা বাজছে। আমি যখন পুরোপুরি সেরে উঠতে পারব তখন পুরো সুর লাগাতে পারব। হাসপাতালে আজ সকালেই আমি গুনগুন করে ভৈরবী-ভৈরব, ভাটিয়ালি গাইছিলাম। রাগ প্রতিমা বেঁধেছি। এর মধ্যে রাগ প্রতিমা আমার নতুন সৃষ্টি।’বিশ্ব চিকিৎসক দিবস উপলক্ষে লাইভে এসেছিলেন বাংলা গানের এ কিংবদন্তি। এ সময় তিনি হাসপাতালে সব চিকিৎসক, স্বাস্থ্যকর্মীদের ধন্যবাদ জানিয়েছেন। পাশাপাশি ভূয়সী প্রশংসা করেছেন রাজ্যের চিকিৎসা ব্যবস্থার। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির প্রশংসাও করেছেন কবীর সুমন।
Share.