ঝালকাঠিতে বন্ধ দোকানপাট, রিকশা ছাড়া চলছে না কিছুই

0

বাংলাদেশ থেকে ঝালকাঠি জেলা প্রতিনিধি: ঝালকাঠিতে শুরু হয়েছে কঠোর লকডাউন। সকাল থেকে মার্কেট ও দোকানপাট বন্ধ রয়েছে। শহরে লোকজনের উপস্থিতিও কম। রিকশা ছাড়া কোন যানবাহন চলতে দিচ্ছে না পুলিশ। মাঠে রয়েছে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটদের টিম। এছাড়াও পুলিশ ও আনসার বাহিনী শহরের মোড়ে মোড়ে চেকপোস্ট বসিয়ে তল্লাশি করছে।এদিকে জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হলে তাদের ফিরিয়ে দেওয়া হচ্ছে। বিভিন্ন স্থানে বাঁশ বেঁধে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছে। বাসস্ট্যান্ড থেকে অভ্যন্তরীণ ৬ রুটসহ দূরপাল্লার কোন রুটেই বাস চলাচল বন্ধ রয়েছে।সর্বাত্মক লকডাউনের প্রথমদিনে ঝালকাঠিতে সকাল থেকে বন্ধ রয়েছে দোকানপাট। প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হচ্ছে না সাধারণ মানুষ।সকাল থেকে প্রতিটি উপজেলায় টহল দিচ্ছে র‌্যাব, পুলিশ, আনসার ব্যাটালিয়ন ও সেনা সদস্যরা। পৃথক পৃথক টহল টিমের সঙ্গে রয়েছে নির্বাহী ম্যাজিস্ট্রেট। ঝালকাঠি পুলিশ সুপার, উপজেলা নির্বাহী অফিসার পৌর এলাকার বিভিন্ন সড়কে অন্যান্য কর্মকর্তাদের নিয়ে টহল দিচ্ছে।ঝালকাঠিতে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ৬৪ জন, এ পর্যন্ত মোট আক্রান্ত ১ হাজার ৭৪৫ জন। মোট সুস্থ হয়েছে ১৩৬৮ জন, মোট মৃত্যু ৩৪ জন।

Share.