ঢাকা অফিস : রাজধানীর রামপুরা ব্রিজের ওপর পার্কিং থাকা অবস্থায় একটি বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। শনিবার (৩ জুলাই) সকাল ৭টার দিকে ভিক্টর ক্লাসিক পরিবহনের বাসটিতে আগুন লাগার ঘটনা ঘটে।খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুই ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুন লাগার কারণ সম্পর্কে কেউ কিছু জানাতে পারেননি।ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার কামরুল হাসান সংবাদমাধ্যমকে বলেন, সকাল ৭টার দিকে বাসে আগুন লাগার খবর পেয়েছি৷ এরপরই ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। কিছু সময় পরই আগুন নিয়ন্ত্রণে চলে আসে।হাতিরঝিল থানার ডিউটি অফিসার উপপরিদর্শক নিয়াজ গণমাধ্যমকে বলেন, গণপরিবহন বন্ধ থাকায় রামপুরা ব্রিজ এলাকায় অনেক বাস পার্কিং করা আছে। বাসের স্টাফরা রাতে ভেতরেই ঘুমান। ধারণা করা হচ্ছে কয়েল বা সিগারেট থেকে আগুন লাগতে পারে।এ ঘটনায় বাসের এক স্টাফকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হচ্ছে বলেও জানান তিনি।
রামপুরা ব্রিজের ওপর পার্কিং থাকা অবস্থায় বাসে আগুন
0
Share.