কক্সবাজারে বাড়ছে করোনায় আক্রান্ত

0

বাংলাদেশ থেকে কক্সবাজার জেলা প্রতিনিধি: কক্সবাজারে করোনাভাইরাসের সংক্রমণের হার ক্রমাগত বাড়ছে। এক সপ্তাহের ব্যবধানে সংক্রমণের হার বেড়েছে ১১.৩৬ শতাংশে।সোমবার (০৫ জুলাই) দুপুরে এ তথ্যটি নিশ্চিত করে কক্সবাজার সিভিল সার্জন কার্যালয়।কক্সবাজার সিভিল কার্যালয় জানায়, গত ২৮ জুন কক্সবাজারে করোনাভাইরাসে সংক্রমণের হার ছিল ১৩.৩৭ শতাংশ। এক সপ্তাহ ব্যবধানে সোমবার এই সংক্রমণের হার বেড়ে দাঁড়িয়েছে ২৪.৭৩ শতাংশে।প্রাপ্ত তথ্য মতে জানা যায়, গত ২৯ জুন সংক্রমণের হার ছিল ১৭.০৮ শতাংশ, ৩০ জুন ১৩.৯৩ শতাংশ, ০১ জুলাই ১২.৩৭ শতাংশ, ০২ জুলাই ১৪.১৭ শতাংশ, ০৩ জুলাই ২৩.৩৪ শতাংশ ও ০৪ জুলাই ২৪.৭৩ শতাংশ।কক্সবাজার সিভিল সার্জন কার্যালয় জানায়, গেল ২৪ ঘণ্টায় কক্সবাজারে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ১৪০ জন। তারমধ্যে মিয়ানমারের রোহিঙ্গা নাগরিক রয়েছে ১৬ জন। এ পর্যন্ত কক্সবাজারে মোট আক্রান্ত ১২ হাজার ৬৯৬ জন। সুস্থ হয়েছেন ১১ হাজার ১৯৩ জন। এ পর্যন্ত মৃত্যুবরণ করেছেন ১৩০ জন, তারমধ্যে মিয়ানমারের রোহিঙ্গা নাগরিক রয়েছে ২০ জন।সিভিল সার্জন জানান, এই পর্যন্ত সুস্থ হওয়ার হার ৮৮.১৬ শতাংশ এবং মৃত্যুহার ১.০৬ শতাংশ। আক্রান্তদের মধ্যে হোম আইসোলেশনে আছে ৭৯০ জন ও প্রাতিষ্ঠানিক আইসোলেশনে আছেন ৪৪৩ জন।”

Share.