ঢাকা অফিস: মহামারি করোনাভাইরাসে প্রাণ হারালেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা আবুল আলা মো. হাফিজুর রহমান।মঙ্গলবার (৬ জুলাই) রাত ৮টার দিকে করোনায় আক্রান্ত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের এ অতিরিক্ত পরিচালক।জানা গেছে, হাফিজুর রহমান ২০০০ সালে সহকারী পরিচালক হিসেবে যোগদান করেছিলেন। কর্মজীবনে তিনি বরিশাল, রাজশাহী ও যশোরসহ বিভিন্ন অধিদপ্তরের দায়িত্ব পালন করেছেন।এছাড়াও তিনি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর খসড়া তৈরির ক্ষেত্রে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন।তার মৃত্যুতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের শোক প্রকাশ করেছে।এদিকে মঙ্গলবার (৬ জুলাই) দেশে করোনা শনাক্তের রেকর্ড হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছেন ১১ হাজার ৫২৫ জন। যা দেশের ইতিহাসে একদিনে সর্বোচ্চ শনাক্ত। এ নিয়ে দেশে মোট করোনা শনাক্তের সংখ্যা দাঁড়াল ৯ লাখ ৬৬ হাজার ৪০৬ জনে।বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় দেশে ১৬৩ জনের মৃত্যু হয়েছে। যা দেশে একদিনে দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ হাজার ৩৯২ জনে। এর আগে গত সোমবার (৫ জুলাই) মহামারি করোনায় একদিনে দেশে সর্বোচ্চ ১৬৪ জনের মৃত্যু হয়।২০১৯ সালের ডিসেম্বরের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২১৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।
করোনা কেড়ে নিল মাদক নিয়ন্ত্রণের অতিরিক্ত পরিচালকের প্রাণ
0
Share.