ডেস্ক রিপোর্ট:অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস স্টেটে করোনার রেকর্ড সংক্রমণ দেখা হয়েছে। আক্রান্তদের বেশির ভাগেরই শরীরে পাওয়া গেছে অতি ছোঁয়াচে ডেল্টা ভ্যারিয়েন্ট। নিউ সাউথ ওয়েলসের রাজধানী সিডনিতে টানা দুই সপ্তাহ লকডাউন চলছে। ডেল্টা ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ায় আরও এক সপ্তাহ লকডাউন করা হবে বলে জানা গেছে। বৃহস্পতিবার (৮ জুলাই) নিউ সাউথ ওয়েলসে করোনায় আক্রান্ত হয়েছেন ৩৮ জন। বুধবার (৭ জুলাই) আক্রান্ত হয়েছিলেন ২৭ জন।অন্যান্য অনেক দেশের তুলনায় যথেষ্ট সাফল্যের সঙ্গে কোভিড মহামারির মোকাবিলা করেছে অস্ট্রেলিয়া। সেখানে এখনও পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৩০ হাজার ৯০০ জন। মারা গেছেন ৯১০ জন। কিন্তু সেদেশে টিকাকরণ হচ্ছে অত্যন্ত ধীরগতিতে।ডেল্টা ভ্যারিয়েন্ট থাবা বসিয়েছে যুক্তরাষ্ট্রেও। জুলাইয়ের প্রথম সপ্তাহে দেশে দৈনিক ১৩ হাজার ৮৫৯ জন কোভিডে আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের ৫২ শতাংশের শরীরে ডেল্টা ভ্যারিয়েন্ট পাওয়া গেছে। তার আগের দুই সপ্তাহের তুলনায় সংক্রমণের হার বেড়েছে ২১ শতাংশ। গত এপ্রিল থেকে আমেরিকায় কমেছে টিকাকরণের হার।যুক্তরাষ্ট্রের পশ্চিম ও দক্ষিণাঞ্চলে টিকাকরণের হার তুলনামূলকভাবে কম। ওই সব অঞ্চলে করোনা সংক্রমণও বেশি হয়েছে। দেশের উত্তর-পূর্বাঞ্চলে যথেষ্ট সংখ্যক মানুষকে ভ্যাকসিন দেওয়া হয়েছে। সেখানে মহামারির প্রকোপ তুলনায় কম।করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, বৃহস্পতিবার (৮ জুলাই) সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় বিশ্বে মারা গেছেন আরও ৮ হাজার ২১৬ জন এবং আক্রান্ত হয়েছেন ৪ লাখ ৩২ হাজার ৩৯ জন।এ নিয়ে বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় মৃত্যু হলো ৪০ লাখ ১৭ হাজার ২০৮ জনের এবং আক্রান্ত হয়েছেন ১৮ কোটি ৫৮ লাখ ২২ হাজার ৫৭০ জন। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৭ কোটি ৭৭ হাজার ৮২৫ জন।
সিডনিতে একদিনে রেকর্ড করোনা সংক্রমণ
0
Share.