ঢাকা অফিস: সাতক্ষীরায় অক্সিজেনের সিলিন্ডারসহ ছেলেকে আটকের পর বাবার মৃত্যুর ঘটনায় সদর থানাধীন ইটাগাছা পুলিশ ফাঁড়ির এএসআই সুভাষ চন্দ্রকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সেই সঙ্গে অতিরিক্ত পুলিশ সুপার (হেডকোয়ার্টার) ইশবাল হোসেনকে প্রধান করে তিন সদস্যের তদন্ত টিম গঠন করা হয়েছে।বৃহস্পতিবার (৮ জুলাই) সকাল ১০টার দিকে করোনা উপসর্গ নিয়ে বাড়িতে অসুস্থ বৃদ্ধ বাবার জন্য একটি অক্সিজেন সিলিন্ডার নিয়ে বাড়িতে ফিরছিলেন ছেলে ওলিউল ইসলাম। পথিমধ্যে ইটাগাছা হাটের মোড়ে পৌঁছালে তাকে আটক করেন ইটাগাছা ফাঁড়ির এএসআই সুভাষচন্দ্র। গাড়ির কাগজপ্রত্র না থাকায় তার গাজিটি জব্দ করেন। পরে তাকে গড়িসহ ছেড়ে দিলে, সে বাড়িতে গিয়ে দেখেন অক্সিজেনের অভাবে তার বাবা মো. রজব আলী মোড়ল মারা গেছেন। এ নিয়ে শহরে ব্যাপক সমালোচনা শুরু হয়।বিষয়টি পুলিশ সুপার মোহাম্মাদ মোস্তাফিজুর রহমানের নজরে এলে তিনি তাৎক্ষণিক অতিরিক্ত পুলিশ সুপার সজিব খানকে তদন্তের নির্দেশ দেন। তিনি প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পেয়ে পুলিশ সুপারকে অবহিত করেন। তিনি সঙ্গে সঙ্গে ইটাগাছা পুলিশ ফাঁড়ির এএসআই সুভাষ চন্দ্রকে সাময়িক বরখাস্তের নির্দেশ দেন।জানা গেছে, মর্মান্তিক এ ঘটনাটি বৃহস্পতিবার সাতক্ষীরা সদর উপজেলার বৈচনা গ্রামে ঘটেছে। করোনা উপসর্গ নিয়ে মৃত ওই বৃদ্ধের নাম মো. রজব আলী মোড়ল (৬৫)। তিনি সদর উপজেলার বৈচনা গ্রামের বাসিন্দা।বৃদ্ধের ছেলে ওলিউল ইসলাম জানান, বাড়িতে চিকিৎসাধীন অসুস্থ বাবার জন্য জরুরি অক্সিজেনের প্রয়োজন হয়। তিনি সাতক্ষীরা শহরের পলাশপোল এলাকার বিশিষ্ট ব্যবসায়ী আল ফেরদৌস আলফার কাছ থেকে একটি অক্সিজেন সিলিন্ডার নিয়ে বাড়িতে ফিরছিলেন। পথিমধ্যে ইটাগাছা হাটের মোড়ে পৌঁছালে তাকে আটক করেন ইটাগাছা ফাঁড়ির এএসআই সুভাষ চন্দ্র। মোটরসাইকেলের কাগজপত্র কাছে না থাকায় সেখানে ২ ঘণ্টা আটকে রাখা হয়। অনেক অনুরোধের পর তাকে ছেড়ে দেওয়া হয়। এরপর বাড়িতে গিয়ে দেখেন অক্সিজেনের অভাবে তার বাবা মারা গেছেন।কান্নাজড়িত কণ্ঠে তিনি আরও বলেন, যদি সময়মতো অক্সিজেন সিলিন্ডার নিয়ে বাড়িতে ফিরতে পারতাম, তাহলে হয়তো বাবাকে বাঁচানো যেত। আমি এ অমানবিক ঘটনার বিচার চাই।এদিকে সীমান্ত জেলা সাতক্ষীরায় করোনা সংক্রমণ লাফিয়ে লাফিয়ে বাড়ছে। বাড়ছে করোনা ও উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা। প্রতিদিনই নতুন নতুন রোগী ভর্তি হচ্ছেন জেলার হাসপাতাল-ক্লিনিকে। লকডাউনে স্বাস্থ্যবিধি শহরে কিছুটা মানা হলেও মানা হচ্ছে না গ্রামেগঞ্জে।
অক্সিজেনসহ ছেলেকে আটকের পর বাবার মৃত্যু, এএসআই বরখাস্ত
0
Share.