কোপায় তৃতীয় স্থান দখল করে নিলো কলম্বিয়া

0

স্পোর্টস ডেস্ক: কোপা আমেরিকার ২০২১ সালের আসরে তৃতীয় স্থান নির্ধারনী ম্যাচে পেরুর মুখোমুখি হয়েছিল কলম্বিয়া। শনিবার (১০ জুলাই) সকালে ব্রাজিলের ব্রাসিলিয়ার মানে গারিঞ্চা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটিতে কেউ কাউকে ছেড়ে কথা বলেনি। তবে শেষ পর্যন্ত পেরুকে ৩-২ গোলে হারিয়ে জয় ছিনিয়ে নেয় কলম্বিয়া।এর আগে ৬ জুলাই প্রথম সেমিফাইনালে ব্রাজিলের মুখোমুখি হয়ে ১-০ গোলে হেরে যায় পেরু। দ্বিতীয় সেমিফাইনালে আর্জেন্টিয়ার মুখোমুখি হয়ে ৩-২ গোলে হেরে যায় কলম্বিয়া। পেরু এবং কলম্বিয়ার মধ্যেকার তৃতীয় স্থান নির্ধারনী ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ মুহূর্তে জিতে যায় কলম্বিয়া।আগামীকাল ১১ জুলাই এবারের কোপা আমেরিকার ফাইনালে মুখোমুখি হবে আর্জেন্টিয়া-ব্রাজিল। এ ম্যাচকে ঘিরে সমর্থকদের মধ্যে উৎসবের আমেজ বয়ে যাচ্ছে।খেলার ৪৫ মিনিটে কোনো গেলের দেখা পাননি দর্শকরা। তবে এত লম্বা সময়ের মধ্যে গোলের দেখা না পাওয়া গেলেও পেরু ও কলম্বিয়ার মধ্যেকার ম্যাচটিতে শুরুতেই গোল করে এগিয়ে থাকে পেরু। এরপর খেলার দ্বিতীয়ার্ধে ফিরে গোল পরিশোধ করে কলম্বিয়া। খেলার ৬৫ মিনিটের মাথায় ফ্রি-কিক থেকে পেরু দ্বিতীয় গোল দেওয়ার সুযোগ পেলেও তা করতে পারেনি। এ সুযোগ হাতছাড়া করার ফলেই গোল করার সুযোগ পেয়ে বসে কলম্বিয়া, এরপই ২-১ গোলে এগিয়ে থাকা কলম্বিয়াকে আবারও সমতায় নিতে দেরি করেনি পেরু। খেলার ৮২ মিনিটের মাথায় গোল পরিশোধ করে ২-২ গোলে সমতায় ফেরে পেরু।খেলার এ পর্যায় দেখে মনে হচ্ছিল টাইব্রেকারের মাধ্যমে আজকের তৃতীয় স্থান নির্ধারণ হবে। কিন্তু শেষ মুহূর্তে পেরুকে গোল দিয়ে বসেন কলম্বিয়ার ফরোয়ার্ড লুইস ডিয়াস। এরই মধ্য দিয়ে শেষ হয় তৃতীয় স্থান নির্ধারনী ম্যাচের।

Share.