ভারতের উত্তর প্রদেশ থেকে আল-কায়দার দুই জঙ্গি গ্রেপ্তার

0

ডেস্ক রিপোর্ট:  ভারতের উত্তর প্রদেশের লখনউ এলাকা থেকে সন্ত্রাসী গোষ্ঠী আল-কায়দার দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১১ জুলাই) গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। অভিযান পরিচালনা করে উত্তর প্রদেশ পুলিশের অ্যান্টি টেরোরিস্ট স্কোয়াড (এটিএস)।পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃত ওই দুই জঙ্গি বড় ধরনের নাশকতার পরিকল্পনা নিয়ে একটি বাড়িতে আশ্রয় নিয়েছিল।অভিযানের সময় পুলিশ স্থানীয়দের সরিয়ে নেয়। ওই দুই জঙ্গিকে গ্রেপ্তারের পাশাপাশি তাদের লুকিয়ে থাকা বাসা থেকে দুটি প্রেসার কুকার বোমা, একটি ডেটোনেটর এবং ৬-৭ কিলোগ্রাম বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। ওই এলাকায় আরো জঙ্গি আছে কিনা সেজন্য পুলিশ অভিযান অব্যাহত রেখেছে।গত এক সপ্তাহ ধরে ওই দুই জঙ্গিকে খোঁজ করে আসছিল বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়। বিজেপির এক সাংসদসহ কয়েকজন নেতার উপর হামলার পরিকল্পনা ছিল বলে এটিএস এর এক তদন্তে উঠে এসেছে।

Share.