ডেস্ক রিপোর্ট: থাইল্যান্ড তাদের গণটিকাদান কর্মসূচির নীতি পরিবর্তন করেছে। এরই অংশ হিসেবে দুটি ভিন্ন টিকা মিলিয়ে দেয়ার ঘোষণা দিয়েছে তারা। সোমবার দেশটির স্বাস্থ্যমন্ত্রী অনুতিন চার্নভিরাকুল এ কথা জানান। তিনি বলেন, প্রথমে সিনোভ্যাক টিকার একটি ডোজ দেয়ার পর পরবর্তী ডোজে অ্যাস্ট্রাজেনেকার টিকা দেয়া হবে। খবর রয়টার্সের।চার্নভিরাকুল বলেছেন, দেশটিতে করোনার অতি সংক্রামক ডেল্টা ধরনের মোকাবিলায় এমন পদক্ষেপ নেয়া হয়েছে। চীনের তৈরি সিনোভ্যাক টিকার দুই ডোজ নেয়ার পরও থাইল্যান্ডে ৬ শতাধিক স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত হয়েছে। তাদের মধ্যে একজন নার্স মারা গেছেন এবং আরেকজনের অবস্থা গুরুতর।এমন পরিস্থিতিতে দুই ধরনের টিকার ডোজ মিলিয়ে দেয়ার ঘোষণা দিয়েছে থাই স্বাস্থ্য মন্ত্রণালয়। এমনকি যেসব স্বাস্থ্যকর্মী ইতোমধ্যেই সিনোভ্যাকের দুই ডোজ নিয়েছেন তাদের বুস্টার ডোজ দেয়ার সিদ্ধান্ত নিয়ে থাই কর্তৃপক্ষ। সেক্ষেত্রে তৃতীয় ডোজটি অ্যাস্ট্রাজেনেকার বা ফাইজার-বায়োএনটেকের টিকাও হতে পারে।থাইল্যান্ডের জাতীয় সংক্রামক রোগ কমিটি জানিয়েছে, এসব স্বাস্থ্যকর্মীকে সিনোভ্যাকের দ্বিতীয় ডোজ দেয়ার তিন থেকে চার সপ্তাহ পর তৃতীয় ডোজ দেয়া হবে। উল্লেখ্য, থাইল্যান্ডের হাতে সিনোভ্যাক ছাড়া এখন কেবল অ্যাস্ট্রাজেনেকার টিকাই আছে। তবে যুক্তরাষ্ট্র থেকে পাওয়া ফাইজার-বায়োএনটেকের টিকা শিগগিরই দেশটিতে পৌঁছাবে বলে জানা গেছে।
দুটি ভিন্ন টিকার ডোজ দেয়ার ঘোষণা দিলো থাইল্যান্ড
0
Share.