বিদেশগামী শিক্ষার্থীদের টিকা নিবন্ধন পররাষ্ট্র মন্ত্রণালয়ে

0

ঢাকা অফিস: বিভিন্ন দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে উচ্চশিক্ষার জন্য অপেক্ষায় থাকা শিক্ষার্থীদের করোনার টিকা নেওয়ার নিবন্ধন করবে পররাষ্ট্র মন্ত্রণালয়। আজ মঙ্গলবার থেকে আগামী ২৭ জুলাই পর্যন্ত অনলাইনে এ আবেদন করতে হবে।পররাষ্ট্র মন্ত্রণালয় আজ এ বিষয়ে পরিপত্র জারি করেছে। এতে বলা হয়েছে, বিদেশগামী শিক্ষার্থীদের প্রয়োজনীয় কাগজপত্র স্ক্যান করে ‘ZIP/PDF’ফাইলে [email protected] ই-মেইলে ১৩ থেকে ২৭ জুলাইয়ের মধ্যে পাঠাতে হবে। বিদেশগামী শিক্ষার্থীদের পাসপোর্ট, ভিসা (প্রযোজ্য ক্ষেত্রে), শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির চূড়ান্ত অনুমোদনের চিঠি, ছাত্রত্ব প্রমাণের সনদ/পরিচয়পত্রের মতো প্রয়োজনীয় কাগজ স্ক্যান করে আবেদনের সঙ্গে ই-মেইলে পাঠাতে হবে।পরিপত্রে আরও বলা হয়েছে, ই-মেইল পাঠানোর সময় বিষয় হিসেবে উল্লেখ করতে হবে ‘Application for COVID-19 vaccination for students studying abroad (Passport no-) শিক্ষার্থীদের করোনার টিকা পেতে আবেদনের জন্য (https://forms.gle/6hN5a7P4bHX6r9AS9) গুগল ফরমটি যথাযথভাবে পূরণ করে জমা দিতে হবে। আবেদনের তিন দিন পর টিকার নিবন্ধনের জন্য শিক্ষার্থীদের সুরক্ষা অ্যাপে নিবন্ধন করতে হবে।

Share.