ডেস্ক রিপোর্ট: মার্কিন যুক্তরাষ্ট্রেরর পর এবার করোনা হানা দিয়েছে ব্রিটিশ রয়্যাল নেভির বিমানবাহী রণতরী এইচএমএস কুইন এলিজাবেথে। রণতরীর সঙ্গে থাকা বহরের অন্য রণতরীতেও ছড়িয়ে পড়েছে এ সংক্রমণ। জানা যায়, যুক্তরাজ্যের ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপের (সিএসজি) প্রথম অপারেশন চলছে। ওই গ্রুপের নেতৃত্বে রয়েছে এইচএমএস কুইন এলিজাবেথ। গ্রুপটিতে ৩২টি রণতরী, ৯টি জাহাজ এবং ৩ হাজার ৭০০ নৌ সদস্য মোতায়েন রয়েছে।রয়েল নেভির এক মুখপাত্র বিবিসিকে জানিয়েছেন, সংক্রমণ প্রতিরোধে ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি নাবিকদের নিয়মিত পরীক্ষা করা হচ্ছে। তবে নৌবহরে করোনা সংক্রমণ অভিযানের ওপর প্রভাব ফেলবে না। যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী বেন ওয়ালেস বলেছেন, রণতরীর নাবিকদের করোনার টিকা দেওয়া হয়েছে। ফলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।এর আগে গত বছর নর্থামবারল্যান্ড নামে রয়েল নেভির আরও একটি রণতরীতে করোনা হানা দিয়েছিল। সে সময় জাহাজটিকে উপকূলে ফিরিয়ে নেওয়া এবং নাবিকরা আইসোলেশনে ছিলেন। চলতি বছরের মে ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ যাত্রা শুরু করে। এটি বিশ্বের এক–পঞ্চমাংশ দেশের জলসীমা পরিক্রম করবে। এ যাত্রায় ইতোমধ্যে সমুদ্রপথে ২৬ হাজার মাইল পাড়ি দিয়ে বহরটি এখন ভারত মহাসাগরে প্রবেশ করেছে। রয়েল নেভি বলছে, বছরের শেষ দিকে তারা জাপানের দিকে যাত্রা শুরু করবে।প্রসঙ্গত, এর আগে গত বছরের মে মার্চ মাসে মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস থিওডোর রুজভেল্টসহ সান দিয়াগো বন্দরে মোতায়েন যুদ্ধজাহাজগুলোর কিছু নাবিক করোনায় আক্রান্ত হয়েছিলেন।
এবার ব্রিটিশ বিমানবাহী রণতরীতে করোনার হানা
0
Share.