সিরিজ হার এড়াল দক্ষিণ আফ্রিকা

0

 স্পোর্টস ডেস্ক:  দক্ষিণ আফ্রিকা-আয়ার‍ল্যান্ড তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ওয়ানডে ভেসে গিয়েছিল বৃষ্টিতে। এরপর দ্বিতীয় ওয়ানডেতে প্রোটিয়াদের হারিয়ে অঘটনের জন্ম দিয়েছিল আইরিশরা। তৃতীয় ওয়ানডেতে বিশাল জয় দিয়েই সিরিজ হার এড়িয়েছে প্রোটিয়ারা। ৭০ রানের বড় ব্যবধানে হারিয়েছে তারা। এই জয়ে আইসিসি ওয়ানডে সুপার লিগের ১০ পয়েন্ট অর্জন করে দক্ষিণ আফ্রিকা।মালান এবং কুইন্টন ডি ককের দুর্দান্ত ব্যাটিংয়ে ভালো শুরু পায় দক্ষিণ আফ্রিকা। দুই ওপেনারই তুলে নেন সেঞ্চুরি। মালান অপরাজিত থাকেন ১৬৯ বলে ১৭৭ রান। আর ডি কক করেন ১২০ রান। শুরু থেকেই তাদের বিধ্বংসী ব্যাটিংই বড় জয়ের ভিত গড়ে দেয়। উদ্বোধনী জুটিতে দুজন মিলে যোগ করেন ২২৫ রান। এরপর ডুসেনের ব্যাট থেকে আসে ৩০ রান। নির্ধারিত ৫০ ওভার শেষে তাদের সংগ্রহ দাঁড়ায় ৪ উইকেটে ৩৪৬ রান।বড় রান তাড়া করতে নেমে শুরুটা ভালো হয়নি আয়ারল্যান্ডের। মাত্র ২৭ রান তুলতেই তিন টপঅর্ডার হারিয়ে বসে তারা। প্রোটিয়া বোলারদের দাপটে রান তুলতে হিমশিম খেতে থাকে তারা। এরপর কুর্তিস ক্যাম্পার আর সিমি সিং দলের হাল ধরেন। ৫৪ রান করে ক্যাম্পার ফিরে যান। তবে সিমি লড়াই শেষ পর্যন্ত। তুলে নিয়েছেন সেঞ্চুরি। ৯১ বলে ১০০ রান করে অপরাজিত ছিলেন। এ দুজন ছাড়া অন্য ব্যাটসম্যানরা ছিলেন আসা-যাওয়ার মিছিলে। ফলে আইরিশদের ইনিংস শেষ হয় ৪৮তম ওভারেই। ইনিংস শেষ হয় ২৭৬ রানে। শেষ পর্যন্ত ৭০ রানে জয় পায় দক্ষিণ আফ্রিকা।এই জয়ে সিরিজটা ১-১’এ ড্র করতে সক্ষম হয়েছে। ওয়ানডে শেষে এবার দু’দল লড়বে টি-টোয়েন্টি সিরিজে। সোমবার (১৯ জুলাই) তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে মাঠে নামবে দুই দল।

Share.