ব্রাজিল-ইন্দোনেশিয়ায় তাণ্ডব চালাচ্ছে করোনা

0

ডেস্ক রিপোর্ট: করোনাভাইরাসের নতুন ভরকেন্দ্র ইন্দোনেশিয়ায় তাণ্ডব চালাচ্ছে এই ভাইরাসটি। আর ব্রাজিলে আগের অবস্থাতেই আছে করোনার সংক্রমণ। সেখানে থেমে নেই মৃত্যুও। গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে ইন্দোনেশিয়ায়।ওয়ার্ল্ডওমিটার জানিয়েছে, একদিনে দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ১ হাজার ২০৫ জন। এসময় নতুন করে আক্রান্ত হয়েছে ৫৪ হাজার মানুষ।মহামারির শুরুর পর থেকে দেশটিতে মোট ২৭ লাখ ৮০ হাজার ৮০৩ রোগী শনাক্ত হয়েছে। মৃত্যু হয়েছে ৭১ হাজার ৩৯৭ জনের।আর ব্রাজিল করোনায় আক্রান্তের দিক থেকে বিশ্বে তৃতীয় ও মৃত্যুর সংখ্যায় তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে।গত ২৪ ঘণ্টায় লাতিন আমেরিকার দেশটিতে নতুন করে মারা গেছে ১ হাজার ৪৫০ জন এবং আর আক্রান্ত হয়েছে ৪৫ হাজার ৫৯১ জন।সবমিলিয়ে মহামারি শুরুর পর থেকে দেশটিতে মোট ১ কোটি ৯৩ লাখ ৮ হাজার ১০৯ জন রোগী শনাক্ত হয়েছে এবং মৃত্যু হয়েছে ৫ লাখ ৪০ হাজার ৫০০ জনের।উল্লেখ্য, করোনাভাইরাসে বিশ্বে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে ১৯ কোটি ২ লাখ ৬৬ হাজার ২৪৯ জন। আর মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৪০ লাখ ৯১ হাজার।

Share.