ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রীর করোনা, আতঙ্কে অন্য মন্ত্রীরা

0

ডেস্ক রিপোর্ট: ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী সাজিদ জাভিদ নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। জানা যায়, তিনি কোভিড টিকার দুই ডোজই সম্পন্ন করেছিলেন।স্থানীয় সময় গতকাল শনিবার সাজিদ এক টুইটবার্তায় করোনায় আক্রান্ত হওয়ার কথা জানান। এরপর ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী জানান, তিনি স্বেচ্ছা-নিভৃতবাসে থেকে বাড়ি থেকে দাপ্তরিক কাজ করবেন।টুইট বার্তায় ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী জানান, শুক্রবার কিছুটা অসুস্থ বোধ করলে করোনা পরীক্ষা করান। করোনায় আক্রান্ত হওয়ার খবর শনিবার নিশ্চিত করেন তিনি। তবে গুরুতর না হলেও কোভিডের সামান্য উপসর্গ রয়েছে বলেও জানিয়েছেন তিনি। এখন আইসোলেশনে রয়েছেন।জানা যায়—গত শুক্রবার ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের সঙ্গে দেখা করেছিলেন সাজিদ জাভিদ। তবে, এখন সাজিদ করোনা পজিটিভ হওয়ার পর বরিস জনসনকেও নিভৃতবাসে থাকতে হবে কি না, তা এখনও স্পষ্ট নয় বলে জানা যায়।গত জুনে সাজিদ জাভিদ যুক্তরাজ্যের স্বাস্থ্যমন্ত্রী হন। করোনা মহামারির মধ্যে স্বাস্থ্যবিধি ভেঙে এক সহকর্মীকে চুমু খাওয়ায় সমালোচনার মুখে পদ ছাড়তে বাধ্য হয়েছিলেন দেশটির আগের স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক। তখন অর্থমন্ত্রীর দায়িত্ব ছেড়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পান পাকিস্তানি বংশোদ্ভূত সাজিদ জাভিদ।এদিকে, এর মধ্যেই ইংল্যান্ডের উপ-প্রধান স্বাস্থ্য কর্মকর্তা অধ্যাপক জোনাথন ভ্যান-ট্যাম সতর্কবার্তা দিয়েছেন—আসন্ন শীতকালে পরিস্থিতি খুব একটা সহজ হবে না।

Share.