ডেস্ক রিপোর্ট: শুরু হয়েছে পবিত্র হজের মূল কার্যক্রম। শনিবার (১৭ জুলাই) মক্কায় অবস্থানের পর ৮ জিলহজ রোববার (১৮ জুলাই) ফজরের নামাজের পর হজের মূল কার্যক্রমের অংশ হিসেবে মক্কা থেকে মিনার পথে রওনা হন মুসল্লিরা।এদিন জোহর থেকে ৯ জিলহজ ফজরসহ ৫ ওয়াক্ত নামাজ মিনায় আদায় করবেন হাজিরা। আল্লাহ এর নৈকট্য লাভের আশায় ইবাদত বন্দেগিতে সময় কাটাবনে তারা। সোমবার ৯ জিলহজ ফজরের নামাজের পর আরাফার উদ্দেশে রওনা হবেন মুসল্লিরা। সেখানে অবস্থান করে পবিত্র হজের খুতবা শুনবেন তারা।সূর্যাস্ত পর্যন্ত আরাফার ময়দানের অবস্থানের পর মুজদালিফার উদ্দেশে রওনা হবেন হাজিরা। সেখানে রাত্রিযাপন শেষে ১০ জিলহজ আবার মিনায় ফিরে জামারাতে শয়তানকে পাথর নিক্ষেপ করে কোরবানি শেষে পবিত্র হেরেম শরিফের বিদায়ী তাওয়াফ করবেন তারা।করোনা মহামারির মধ্যে এবারের হজ ব্যবস্থাপনায় সৌদি সরকারের দেওয়া বিভিন্ন শর্ত পূরণ করে ৬০ হাজার মুসল্লি পবিত্র হজে অংশ নিয়েছেন। এদের মধ্যে অনেক প্রবাসী বাংলাদেশিও রয়েছেন।এবার মসজিদে নামিরা থেকে হজের খুতবা দেবেন মসজিদুল হারামের ইমাম ও খতিব শায়খ ড. বানদার বালিলাহ। বাংলাসহ ৯টি ভাষায় অনুবাদ করে প্রচার করা হবে খুতবা।
মক্কা থেকে মিনার পথে মুসল্লিরা
0
Share.