ডেস্ক রিপোর্ট: গত এক শতকের মধ্যে অন্যতম ভয়াবহ দাবানলের আগুনে পুড়ছে যুক্তরাষ্ট্রের অরেগন অঙ্গরাজ্য। এখন পর্যন্ত অঙ্গরাজ্যটির আড়াই লাখ একর এলাকা পুড়ে গেছে, যা নিউইয়র্ক সিটির আয়তনের চেয়েও বেশি। ক্যালিফোর্নিয়ার দাবানল পরিস্থিতিরও আরও অবনতি হয়েছে। এদিকে স্পেনের কাতালোনিয়ার ন্যাশনাল পার্কের দাবানল নিয়ন্ত্রণে আনতে হিমশিম খাচ্ছে দমকল বাহিনী।এরই মধ্যে অসংখ্য বাড়িঘর আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে। এখনো ঝুঁকিতে আছেন হাজারো বাসিন্দা। আগুন নিয়ন্ত্রণে ২ হাজারের বেশি দমকলকর্মী দিন রাত কাজ করে যাচ্ছেন। মোতায়েন করা হয়েছে হেলিকপ্টার ও বিমানও। বাতেসের তীব্র বেগ ও দাবদাহে আগুন নেভাতে হিমশিম খাচ্ছেন দমকলকর্মীরা।এক সপ্তাহের বেশি সময় ধরে জ্বলতে থাকা ক্যালিফোর্নিয়ার দাবানলের কোনো উন্নতি তো নেই বরং দিন দিন আরও বাড়ছে আগুন। বজ্রপাত থেকে সৃষ্ট ভয়াবহ দাবানলে ১৬০ একর এলাকাজুড়ে বিস্ফোরণসহ আগুন জ্বলতেও দেখা গেছে। ক্যালিফোর্নিয়া-নেভাডা সীমান্তবর্তী বাসিন্দাদের জরুরি ভিত্তিতে অন্য জায়গায় সরিয়ে নিতে শুরু করেছে কর্তৃপক্ষ।অরেগন, ক্যালিফোর্নিয়াসহ ১২টি অঙ্গরাজ্যে ৭০টির বেশি দাবানল বর্তমানে সক্রিয় আছে। এর মধ্যে এখন পর্যন্ত ১০ লাখের বেশি একর জমি পুড়ে গেছে। এ ছাড়া ঘরবাড়ি, অবকাঠামোসহ বিভিন্ন স্থাপনার ব্যাপক ক্ষয়ক্ষতির খবর জানিয়েছে কর্তৃপক্ষ।এদিকে ভয়াবহ দাবানলে স্পেনের কাতালোনিয়ার ন্যাশনাল পার্কের ৪০০ হেক্টরের বেশি অঞ্চল পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় আশপাশের এলাকা থেকে কয়েকশ’ বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। স্থানীয় সময় শনিবার আকস্মিক দাবানলের আগুনে বার্সেলোনার কাছে কাপ ক্রেওস পার্কে ভয়াবহ রূপ নেয়। মুহূর্তেই আগুনের লেলিহান শিখা চারপাশে ছড়িয়ে পড়ে। আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হচ্ছে দমকলকর্মীদের।
নিউইয়র্কের চেয়েও বড় এলাকা পুড়ে ছাই
0
Share.