চীনের বন্যা পরিস্থিতির অবনতি

0

ডেস্ক রিপোর্ট: চীনের বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। দেশটির হেনান প্রদেশে নদ-নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫৮ জনে দাঁড়িয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন বেশ কয়েকজন। পানিবন্দি রয়েছেন ১২ লাখের বেশি মানুষ। তাদের উদ্ধারে তৎপরতা চালিয়ে যাচ্ছেন উদ্ধারকর্মীরা। তবে শিগগিরই পরিস্থিতির উন্নতি দেখছে না কর্তৃপক্ষ।ইতিহাসের অন্যতম ভয়াবহ এ বন্যায় প্রাণহানির পাশাপাশি ব্যাপক ক্ষতির মুখে পড়েছে সাধারণ মানুষ। ধ্বংস হয়ে গেছে বিপুল পরিমাণ সম্পদ। বাড়ি-ঘর তলিয়ে যাওয়ায় দেখা দিয়েছে বিশুদ্ধ পানির তীব্র সংকট। নেই বিদ্যুৎ। এরইমধ্যে কয়েক লাখ মানুষকে উদ্ধার করা হয়েছে। বাকিদের নিরাপদে সরিয়ে নিতে চলছে জোর চেষ্টা। উদ্ধার অভিযানে গতি বাড়াতে যোগ দিয়েছে দেশটির সেনাবাহিনী।বন্যা পরিস্থিতি মোকাবিলায় চেষ্টার কমতি রাখছে না চীন সরকার। বন্যা দুর্গতদের সহায়তার পাশাপাশি অর্থনীতি ঢেলে সাজাতে দীর্ঘ মেয়াদি পরিকল্পনা হাতে নেওয়ার কথা জানিয়েছে কর্তৃপক্ষ।হেনান প্রদেশের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের উপ পরিচালক লি চাংজুন বলেন, সামনে আরও ভয়াবহ পরিস্থিতি হতে পারে। আমাদের আগেই সতর্ক হতে হবে। বাড়তি প্রস্তুতি নিতে হবে। হেনান প্রদেশের সবগুলো নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।গেল ১৬ জুলাই থেকে শুরু হওয়া ভয়াবহ বন্যায় এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন অর্ধশতাধিক মানুষ। তলিয়ে গেছে প্রায় এক হাজার ৫০০টি গ্রাম। ১৩৭টি জেলা। ধ্বংস হয়ে গেছে ১০ কোটির বেশি স্থাপনা। যার আর্থিক পরিমাণ ৭০ কোটি মার্কিন ডলার।এদিকে ভারতের মহারাষ্ট্রে ভারী বৃষ্টিতে সৃষ্ট বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ১৩৮ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে কেবল রায়গড়েই ভূমিধসে নিহত হয়েছেন অন্তত ৪০ জন। এখনো বহু মানুষ নিখোঁজ রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে ৯০ হাজারের বেশি বাসিন্দাকে।

Share.