‘ফাইনাল’ জেতার জন্য নামতে চান শরিফুল

0

স্পোর্টস ডেস্ক:  তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ জয়ের মিশনে মাঠে নামবে বাংলাদেশ।রোববার (২৫ জুলাই) হারারে স্পোর্টস ক্লাব মাঠে ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় বিকেল সাড়ে চারটায়। সরাসরি সম্প্রচার করা হবে টি-স্পোর্টস ও জিটিভিতে।দ্বিতীয় টি-টোয়েন্টিতে টপ অডার ব্যাটসম্যানদের ব্যর্থতায় ২৩ রানে হারে বাংলাদেশ।তিন ম্যাচের সিরিজে ১-১ সমতায় ফেরে জিম্বাবুয়ে। শেষ ম্যাচে জয়ের মধ্য দিয়ে সিরিজ নিশ্চিত করতে চান প্রথম দুই ম্যাচে পাঁচ উইকেট তোলা শরিফুল ইসলাম।বাম-হাতি এই পেসার বলেন, ‘আমাদের জন্য ফাইনাল ম্যাচের মতো। যদি ব্যাটসম্যান, বোলিং, ফিল্ডিংয়ে নিজেদের সেরাটা দিতে পারি তাহলে সহজেই জিততে পারবো বলে আমার মনে হয়। প্রথম বল থেকে শেষ পর্যন্ত আমরা ইতিবাচক থাকব। দেখা যাক খেলা শেষে কী হয়। তবে এখন থেকে আমরা পজিটিভ আছি যে জিতবো। জেতার মনোভাব নিয়েই নামবো।’ওদিকে টেস্টে ও ওয়ানডে সিরিজ হারার পর টি-টোয়েন্টি সিরিজ জিততে সব প্রস্তুতি নিয়েছে স্বাগতিক জিম্বাবুয়ে।

Share.