ডেস্ক রিপোর্ট: হাইতি পুলিশ সোমবার জানিয়েছে, তারা নিহত প্রেসিডেন্ট জোভেনেল মইসির নিরাপত্তা প্রধানকে গ্রেপ্তার করেছে। গত ৭ জুলাই প্রেসিডেন্টকে হত্যার ঘটনায় চলমান তদন্তের অংশ হিসেবে তাকে গ্রেপ্তার করা হলো। খবর এএফপির।মইসি তাঁর বাসভবনে মধ্যরাতে সশস্ত্র কমান্ডোদের হামলায় নিহতের ষড়যন্ত্রে নিরাপত্তা প্রধান জিয়ান লগুয়েল সিভিল জড়িত থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে।সিভিলকে রাজধানী পোর্ট-অ-পিন্সের কাছে দেলমাসের একটি কারাগারে বন্দি রাখা হয়েছে।পুলিশের নারী মুখপাত্র ম্যারি মিশেল ভেরিয়ার এএফপিকে বলেন, ‘প্রেসিডেন্ট মইসির হত্যার বিষয়ে তদন্তের অংশ হিসেবে পুলিশ সোমবার জিয়ান লগুয়েল সিভিলকে গ্রেপ্তার করেছে এমন খবর আমি নিশ্চিত করছি।’এ ছাড়া পুলিশ এ হত্যা ষড়যন্ত্রে জড়িত থাকার অংশ হিসেবে কলম্বিয়ার ২০ ভাড়াটে সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে।মইসিকে হত্যার বিস্তারিত ঘটনাবলী এখনো অস্পষ্ট থাকলেও নতুন করে দায়িত্ব গ্রহণ করা প্রধানমন্ত্রী আরিয়েল হেনরি প্রেসিডেন্টের হত্যাকারীদের আইনের কাঠ গড়ায় দাঁড় করানোর প্রতিশ্রুতি দেন।
হত্যার ঘটনায় হাইতির প্রেসিডেন্টের নিরাপত্তা প্রধান গ্রেপ্তার
0
Share.