প্রীতিম্যাচে বায়ার্ন-অ্যাতলেটিকো মাদ্রিদের হার

0

স্পোর্টস ডেস্ক: প্রাক মৌসুম প্রীতিম্যাচে হেরেই চলেছে বড় দলগুলো। জার্মান লিগের বর্তমান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখকে ২-০ গোলে হারিয়েছে বরুশিয়া মনশেনগ্লাডবাখ। স্প্যানিশ লিগের চ্যাম্পিয়ন অ্যাতলেটিকো মাদ্রিদ ১-০ ব্যবধানে হেরেছে অস্ট্রিয়ার ক্লাব রেড বুল সালসবুর্গের কাছে। আর ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড ২-২ গোলে ড্র করেছে ইপিএলের নবাগত ক্লাব ব্রেন্টফোর্ডের বিপক্ষে।নতুন ক্লাবের দায়িত্ব নিয়ে কিছুটা বিপাকেই পড়ে গেছেন জুলিয়ায়ন নাগেলসম্যান। বায়ার্ন মিউনিখের নতুন কোচ, এখনো বাভারিয়ানদের জয় উপহার দিতে পারেননি।প্রাক মৌসুম ম্যাচগুলোতে মূলত বেঞ্চের শক্তি যাচাই করে থাকেন ক্লাবের কোচরা। ইউরো শেষে এখনো দলের সঙ্গে যোগ দেননি অধিকাংশ ক্লাবের ফুটবলাররা। বায়ার্নের অনেকেই এখনও আছেন ছুটিতে।কোলনের বিপক্ষে প্রথম ম্যাচে হার, পরের ম্যাচে আয়াক্সের বিপক্ষে ড্র। নতুন মৌসুমের প্রস্তুতির তৃতীয় ম্যাচে বাভারিয়ানদের প্রতিপক্ষ মনশেনগ্লাডবাখ।লিগ চ্যাম্পিয়নদের সঙ্গে সমানতালে লড়ে গেছে ডাই বরুশেনরা। সুযোগ বুঝে স্বাগতিকরাও আক্রমণ করেছে কিন্তু গোলের দেখা পায়নি। ফলে গোলশূন্য অবস্থায় শেষ হয় প্রথমার্ধ্ব।বিরতি থেকে ফিরে লিড পায় মনশেনগ্লাডবাখ। ৫৯ মিনিটে গোল করেন হ্যান্স উলফ। ম্যাচের ৬১ মিনিটে গোলরক্ষক ছাড়া সব খেলোয়াড় পরিবর্তন করে বায়ার্ন। তারপরও লাগ হয়নি। ৭০ মিনিটে মনশেনগ্লাডবাখও আনে ৯ পরিবর্তন। অবশ্য তাদের এই পরিবর্তন কাজে দেয়। ৭৬ মিনিটে ওয়েন্টজেল দলের লিড দ্বিগুণ করেন। শেষ পর্যন্ত গোল শোধ করতে পারেনি বায়ার্ন। ফলে প্রাক মৌসুমে তিন ম্যাচ খেলে এখনো জয়হীন থাকলো জুলিয়ান নাগেলসম্যানের দল।আরেক ম্যাচে মাঠে নামে ম্যানচেস্টার ইউনাইটেড। রেড ডেভিলদের নতুন মৌসুমের প্রস্তুতির শুরু হয় কিউপিআরের বিপক্ষে হার দিয়ে। তবে নিজেদের মাঠে ওল্ড ট্র্যাফোর্ডে ভিন্ন লক্ষ্য সোলশায়ারের দলের।মাঠে আসা দর্শকদের ১২ মিনিটেই আনন্দে ভাসান অ্যান্থনি এলাঙ্গা। গোলে লিড পায় স্বাগতিকরা। যদিও এর ৮ মিনিট পরেই দুর্দান্ত ভলিতে নবাগত ব্রেন্টফোর্ডের হয়ে সমতা আনেন বাপ্তিস্তা।বিরতির পর ফিরেই আবার‌ও লিড নিয়ে নেয় ম্যান ইউনাইটেড। ডি-বক্সের বাইরে থেকে নেওয়া আন্দ্রেস পেরেইরার শট বুলেট গতিতে যায় জালে। মনে রাখার মতো এক গোল উপহার দেন সমর্থকদের।যদিও সেই রেশ শেষ পর্যন্ত আর টেকেনি। ৭৮ মিনিটে ব্রায়ানের গোলে সমতা আনে ব্রেন্টফোর্ড। ২-২ সমতায় শেষ হয় ম্যাচ।

Share.