বৃহস্পতিবার, জানুয়ারী ২৩

গোয়ায় দুই কিশোরী ধর্ষণ: মুখ্যমন্ত্রীর বক্তব্যে শোরগোল

0

ডেস্ক রিপোর্ট: ভারতের গোয়া রাজ্যের মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত গণধর্ষণ নিয়ে মন্তব্য করে বিপাকে পড়েছেন। গত সপ্তাহে দক্ষিণ গোয়ার বেনাউলিম সমুদ্র সৈকতে দুই কিশোরী ধর্ষণ হয়েছিল। সে ঘটনায় দুই কিশোরকেও আটক করা হয়ে। সে বিষয়ে রাজ্য বিধানসভায় গোয়ার মুখ্যমন্ত্রী ওই কিশোর-কিশোরী ও তাদের অভিভাবকদের দোষারোপ করেছেন।বুধবার (২৮ জুলাই) বিধানসভার অধিবেশনে তিনি বলেন, রাজধানী পানেজাই শহর থেকে ৩০ কিলোমিটার দূরে ওই কিশোর-কিশোরীর বাবা-মা ওতো রাতে তাদের কীভাবে ছাড়ল? কী বলবেন তারা? তারা বলবেন যে তাদের সন্তানের কথা শোনে না? কেবল এই কারণে? এজন্য তো সরকার ও পুলিশ দায় নিতে পারে না।সাওয়ান্ত বলেন, সন্তানের নিরাপত্তা আগে বাবা-মাকেই নিশ্চিত করতে হবে। রাতে তাদের মেয়ে সন্তানকে বাইরে ছেড়ে দেওয়া উচিত হয়নি। বিশেষভাবে তারা প্রাপ্তবয়স্কও হয়নি।তিনি বলেন, আমরা কেবল পুলিশকে দোষ দেই। কিন্তু যে ১০ জন সমুদ্র সৈকতে গেল, তাদের মধ্যে চার কিশোর-কিশোরী কীভাবে রয়ে গেল? রাতে তো তাদের সমুদ্র সৈকতে পুরো রাত যাপন করার কথা নয়। কারণ তারা প্রাপ্তবয়স্ক নয়।তার এসব মন্তব্যে বিরোধী নেতারা চটে গেছেন। কেউ কেউ সাওয়ান্তের পদত্যাগও দাবি করেছেন। কেউ কেউ বলেছেন, গোয়া নারীদের জন্য নিরাপদ নয়।গোয়া ফরওয়ার্ড পার্টির প্রধান ও আগামী নির্বাচনে মুখ্যমন্ত্রী পদে প্রার্থী বিজয় সারদেসাই সাওয়ান্তের ওই বক্তব্যকে অবান্তর হিসেবে উল্লেখ করেছেন।তিনি বলেছেন, অবশ্যই নাগরিকদের রক্ষা করা পুলিশ ও সরকারের দায়িত্ব। যদি তারা নিরাপত্তা নিশ্চিত করতে না পারে তাহলে অবশ্যই তাদের পদত্যাগ করা উচিত।সম্প্রতি গোয়ার বেনাউলিম সমুদ্র সৈকতে ওই দুই কিশোরীকে এক পুলিশ সদস্যসহ চারজন ধর্ষণ করে। এ সময় ওই দুই কিশোরকে প্রহার করা হয়। অভিযুক্ত চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

Share.