বৃহস্পতিবার, জানুয়ারী ২৩

সুনামি থেকে বেঁচে গেল যুক্তরাষ্ট্র

0

ডেস্ক রিপোর্ট:  মার্কিন যুক্তরাষ্ট্রের আলাস্কায় বৃহস্পতিবার আঘাত হানে ৮ দশমিক ২ মাত্রার প্রচণ্ড শক্তিশালী এক ভূমিকম্প। এর প্রভাব এতটাই তীব্র ছিল যে, কম্পনের আফটার শক অনুভূত হয়েছে অন্তত আটবার, যার মধ্যে দুটির মাত্রা উঠেছিল রিখটার স্কেলে ৬-এর ওপর।ভয়াবহ এই ভূমিকম্পের জেরে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলটিতে সুনামি সতর্কতা জারি করা হয়েছিল। তবে পরবর্তীতে সেই সতর্কতা তুলে নেয়া হয়েছে।মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) তথ্যমতে, স্থানীয় সময় বুধবার রাত ১০টা ১৫ মিনিটে (বাংলাদেশ সময় বৃহস্পতিবার দুপুর ১২টা ১৫ মিনিট) আঘাত হানে এই ভূমিকম্প। এর উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ৩৫ কিলোমিটার গভীরে।কম্পনের পরপরই যুক্তরাষ্ট্রের জাতীয় সুনামি সতর্কতা কেন্দ্র (এনটিডব্লিউসি) মার্কিন অঙ্গরাজ্যটির দক্ষিণাঞ্চল, উপদ্বীপ এবং প্রশান্ত মহাসাগরের বেশ কিছু উপকূলীয় এলাকায় সুনামি সতর্কতা জারি করে। সাগরপাড়ে বসবাসকারীদের দ্রুত উঁচু স্থানে আশ্রয় নিতে বলা হয়।এনটিডব্লিউসির পাশাপাশি প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কতা কেন্দ্রও (পিটিডব্লিউসি) যুক্তরাষ্ট্রের হাওয়াই এবং গুয়াম অঞ্চলে সুনামি সতর্কতা জারি করেছিল।এরপর এনটিডব্লিউসির সুনামি সতর্কতা সমন্বয়ক ডেভ স্নাইডার বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া, ওরেগন ও ওয়াশিংটন এবং কানাডার ব্রিটিশ কলম্বিয়ায় আর সুনামির আশঙ্কা নেই।তিনি বলেন, আলাস্কার কিছু এলাকায় ছোটখাটো ক্ষয়ক্ষতি হতে পারে, তবে বিশাল সুনামি এবং ওই ধরনের বড় ক্ষতির আর আশঙ্কা করছি না।স্নাইডারের ভাষ্যমতে, এক্ষেত্রে আমরা সত্যিই ভাগ্যবান। কারণ ৮ দশমিক ২ মাত্রার কম্পন একটি বিশাল ঢেউ তৈরির জন্য যথেষ্ট শক্তিশালী, বিশেষ করে পৃথিবীর এই জায়গাটিতে।

Share.