ভারত থেকে এল আরও ২০০ মেট্রিকটন অক্সিজেন

0

ঢাকা অফিস: ভারত থেকে এল আরও ২০০ মেট্রিকটন অক্সিজেন। ভারতীয় অক্সিজেনবাহী ট্রেন ইন্দো-বাংলা অক্সিজেন এক্সপ্রেসে করে ২০০ মেট্রিকটন অক্সিজেনের তৃতীয় চালান সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতুর পশ্চিম রেলস্টেশনে এসে পৌঁছেছে।শুক্রবার (৩০ জুলাই) রাত দেড়টায় ভারতীয় রেলওয়ের ইন্দো বাংলা অক্সিজেন এক্সপ্রেস ট্রেনটি বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেলওয়ে স্টেশনে এসে পৌঁছায়। স্টেশনের ৩ নম্বর লাইন দিয়ে প্রবেশ করে ট্রেনটি।ভারতের ঝাড়খন্ড প্রদেশের জামশেদপুর থেকে বেনাপোল স্থলবন্দর হয়ে সিরাজগঞ্জের পৌঁছায় ২০০ মেট্রিকটন তরল মেডিকেল অক্সিজেন বহনকারী বিশেষ এই ট্রেনটি। সকালে শুরু হয় খালাস প্রক্রিয়া। ট্রেনটিতে ১০টি কন্টিনারে থাকা তরল মেডিকেল অক্সিজেনগুলো এক এক করে খালাশ করা হবে বড় বড় রোড ট্যাংককারে।এই অক্সিজেন করোনা মোকাবিলায় বিভিন্ন হাসপাতালে পাঠানো হবে বলে জানায় সরবরাহকারী প্রতিষ্ঠানের লিনডে বাংলাদেশের কর্মকর্তারা।এর আগে গত ২৫ জুলাই পরিক্ষামূলকভাবে ১ম পর্যায়ে রেলপথে অক্সিজেন আনার প্রক্রিয়া সফল হবার পর গত ২৮ জুলাই ২য় চালান আসে সিরাজগঞ্জে। এদিন সকাল ১০টা ২৫ মিনিটে ভারতীয় রেলওয়ের ইন্দো-বাংলা অক্সিজেন এক্সপ্রেস ট্রেনটি স্টেশনে পৌঁছায়।

Share.