গোল্ডেন স্লাম জিততে পারলেন জোকোভিচ

0

স্পোর্টস ডেস্ক:  ইতিহাসের অংশ হতে পারলেন না নোভাক জোকোভিচ। স্টেফি গ্রাফের রেকর্ডে ভাগ বসিয়ে গোল্ডেন স্লাম জিততে পারলেন না এই সার্বিয়ান তারকা।একই বছরে চারটি গ্র্যান্ড স্লাম টুর্নামেন্ট অস্ট্রেলিয়ান ওপেন, ফরাসি ওপেন, উইম্বলডন, ইউএস ওপেন ও অলিম্পিক জয় করাকে বলা হয়ে থাকে গোল্ডেন স্লাম। টেনিসে এই কৃতিত্ব আছে শুধু স্টেফি গ্রাফের। ১৯৮৮ সালে গোল্ডেন স্লাম জিতেছিলেন আন্দ্রে আগাসির স্ত্রী কিংবদন্তি টেনিস তারকা স্টেফি।জোকোভিচ অলিম্পিকে স্বর্ণ জয়ের পর যদি ইউএস ওপেন জিততে পারতেন তবে, প্রথম টেনিস খেলোয়াড় হিসেবে এই নজির গড়তে পারতেন তিনি। কারণ এ বছর এরইমধ্যে অস্ট্রেলিয়ান ওপেন, ফরাসি ওপেন ও উইম্বলডন জিতেছেন এই সার্বিয়ান তারকা।টোকিও অলিম্পিকের সেমিফাইনালে জার্মানির আলেকজান্ডার জভেরভের কাছে ৬-১,৩-৬ ও ১-৬ গেমে হেরে বিদায় নেন র‌্যাংকিংয়ের এক নম্বর এই তারকা। ফলে অক্ষত রইলো স্টেফির অনন্য এই কীর্তি। স্বর্ণ জয়ের মিশনে জভেরভ লড়বেন রাশিয়ান তারকা খাচানভের বিপক্ষে।

Share.