বিধিনিষেধ শিথিলে পর্তুগালে পর্যটকের ঢল

0

ডেস্ক রিপোর্ট: পর্তুগালে অনেকাংশে বিধিনিষেধ শিথিলের পরপরই পর্যটক বেড়েছে দেশটির আলগার্ভ অঞ্চলে। ভ্যাকসিন সার্টিফিকেট নিয়ে কোভিড টেস্ট আর কোয়ারেন্টাইন মুক্ত ভ্রমণে যুক্তরাজ্য আর যুক্তরাষ্ট্র থেকেও অনেক পর্যটক আসতে শুরু করেছেন দেশটিতে। অন্তত গ্রীষ্মের শেষ সময়টিকে ঘিরে ক্ষতি কিছুটা পুষিয়ে নেয়ার আশা করছেন ব্যবসায়ীরা।সৈকতের সৌন্দর্য উপভোগে ইউরোপের যেকোনো দেশের চেয়ে সেরা গন্তব্য পর্তুগাল। তাই পহেলা আগস্ট বিধিনিষেধ আরও কিছুটা শিথিল হওয়ার দ্বিতীয় দিনেই পর্যটকদের পদচারণায় মুখের ছিলো পর্তুগালের অন্যতম সেরা গন্তব্য আলবুফেরিয়া। স্বস্তি নিয়ে সূর্যাস্ত উপভোগ করতেও দেখা গেছে অনেককে।খোলা রাখার সময়সীমা বাড়ায় রেস্টুরেন্টগুলোও যেন প্রাণ ফিরে পেয়েছে। পর্যটকরাও সময় নিয়ে বসে উপভোগ করতে পারছেন বাহারি স্বাদের সামুদ্রিক মাছের নানা খাবার। দীর্ঘসময় পর এমন প্রাণচাঞ্চল্যে আশা দেখছেন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা।ব্যবসায়ীরা বলেন, এখন লোকজন সময় নিয়ে খেতে পারবে। দ্রুত রেঁস্তোরা বন্ধ করারও তাড়াহুড়ো নেই। আশা করছি সামনের দিনগুলোতে পরিস্থিতি আরও ভালো হবে।সন্ধ্যা নামতেই ঘরে ফেরার নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় নৈশকালীন জীবনযাত্রাও পেয়েছে ভিন্ন মাত্রা। এ যেন দীর্ঘদিন বন্দী পাখির মুক্ত হবার মতোই।হোটেল মালিকদের সংগঠনের তথ্য অনুযায়ী আগস্ট ও সেপ্টেম্বরে পূর্ণ বুকিং রয়েছে আলগার্ভ অঞ্চলের হোটেলগুলোতে। আর স্বাস্থ্যবিধি মানাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতাও চোখে পড়ার মতো।

Share.