অস্ট্রেলিয়ার পেজে বাংলাদেশের জয়ের ভিডিও নিয়ে ঝগড়া

0

স্পোর্টস ডেস্ক: অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে টানা তিন জয়ে সিরিজ জিতে নিয়েছিল বাংলাদেশ। অজিদের প্রথমবার সিরিজ কারানোর পর জয়োৎসবে মেতে ওঠেন মাহমুদউল্লাহ রিয়াদরা। মাঠের বাইরে একটি বাড়ির ছাঁদে একদল সমর্থক ফেটে পড়ে উল্লাসে।এমন দৃশ্য মন ছুঁয়ে যাবার মতোই। আর এই মুহুর্তগুলো ক্রিকেট অস্ট্রেলিয়ার ডিজিটাল টিমের দুই সদস্য ধারণ করেন ক্যামেরায়। ম্যাচ শেষে ওইদিনই ভিডিওটি ক্রিকেট অস্ট্রেলিয়ার ওয়েবসাইট অ সামাজিক যোগাযোগ মাধ্যমের পেজগুলোতে আপলোড করা হয়।কিন্তু কেন বাংলাদেশের জয় আপলোড করতে হলো? এমন প্রশ্ন ছুড়েছেন অজি কোচ জাস্টিন ল্যাঙ্গার। অস্ট্রেলিয়ান গণমাধ্যম বক্স স্পোর্টস ও সিডনি মর্নিং হেরাল্ড এ নিয়ে জানান, দলের ম্যানেজার গেবিন ডোভি ও জাস্টিন ল্যাঙ্গার ক্ষেপে গিয়েছিলেন ডিজিটাল টিমের দুই সদস্যর উপর।ডোভি ও ল্যাঙ্গারের যুক্তি ছিল, বাংলাদেশের জয়ের ভিডিওর সঙ্গে অফিসিয়াল গান ‘আমরা করব জয়’ কেন? অস্ট্রেলিয়ান গণমাধ্যম জানিয়েছেন, বিষয়টি নিয়ে খেলোয়াড়রাও বিব্রতবোধ করেছিলেন।বিষয়টি নিয়ে ডোভি জানিয়েছেন, ‘বিষয়টিকে অন্যভাবে দেখার কোন সুযোগ নেই। এটা আসলে নিজেদের মধ্যে একটা আলোচনা ছাড়া আর কিছু ছিল না। নিজেদের মধ্যে এমন আলোচনা হতেই পারে।’নিজেদের মধ্যে আলোচনা হলেও যে ভিডিওর বিষয়টি তারা মেনে নিতে পারেনি সেটা ডোভির কথাতেই স্পষ্ট।‘হ্যাঁ এটা নিয়ে মতের অমিল ছিল আমাদের মধ্যে। পরে ব্যপারটি আমরা মেনে নেই। ঘটনা যেহেতু ঘটেই গেছে, তাই এর দায় আমি নিচ্ছি।’বাংলাদেশের সঙ্গে সিরিজটি অজিরা শেষ পর্যন্ত ৪-১ ব্যবধানে হেরে যায়। সিরিজের শেষ ম্যাচ খেলে ওইদিন মাঠ থেকেই দেশে ফিরে যায় অস্ট্রেলিয়া দল। তবে যে ভিডিও নিয়ে এত ঝামেলা সেটি এখনও তাদের টুইটার পেজ এবং ওয়েবসাইটে রয়ে গেছে।

Share.