শনিবার, নভেম্বর ২৩

বিশ্বকাপ নিয়ে আইসিসির সিদ্ধান্তে অসন্তুষ্ট বিসিবি

0

স্পোর্টস ডেস্ক: আগামী অক্টোবর-নভেম্বরে ওমান ও আরব আমিরাতে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। মাঝে প্রায় দেড় মাস সময় থাকলেও আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) জানিয়ে দিয়েছে ১০ সেপ্টেম্বরের মধ্যে দলের তালিকা পাঠাতে। তবে করোনার এই সময়েও আইসিসি তাদের সিদ্ধান্তে পরিবর্তন আনেনি। আগের মতোই প্রত্যেক দলে খেলোয়াড় থাকবে ১৫ জন ৮ জন থাকবে অফিসিয়াল।এমন কী নির্দিষ্ট তালিকার বাইরে বাড়তি খেলোয়াড় নিলে সেই খরচ স্ব-স্ব বোর্ডকে বহন করতে হবে। আইসিসির এমন সিদ্ধান্তে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সন্তুষ্ট নয়।করোনা কালীন এই সময়ে ঝুঁকির কথা চিন্তা করেই বিসিবি হয়তো আরও ৫ জন বেশি খেলোয়াড় নিবে। তা না হলে দলের কেউ অসুস্থ বা করোনা আক্রান্ত হলে বিপদে পড়তে হবে।রোববার বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান ও পরিচালক জালাল ইউনুস বলেন, “১৫ জন খেলোয়াড় অবশ্যই কম আমার মনে হয়। মহামারীর কারণে তাদের অন্য নিয়ম থাকা উচিৎ ছিল বাড়তি খেলোয়াড় নেওয়ার নিয়ম। বাড়তি খেলোয়াড় নিলে নিজ নিজ খরচে নিতে হবে। সেটা করতে হচ্ছে। মহামারীর জন্য আরও ১-২ বছর দেখা উচিৎ এবং স্কোয়াড আরও বড় রাখা হলে ভালো হতো। তবে সুযোগ আছে, আপনি নিজের খরচে নিয়ে যেতে পারবেন।”বিশ্বকাপের মূল পর্বে অর্থাৎ সুপার টুয়েলভে খেলতে হলে বাংলাদেশকে পার করতে রাউন্ড ওয়ান বা বাছাই পর্ব। যেখানে ‘বি’ গ্রুপে টাইগাররা লড়বে স্কটল্যান্ড, ওমান ও পাপুয়া নিউগিনির সঙ্গে। এদিকে বিশ্বকাপ মিশন শুরুর আগে ওমানে অন্তত ৭ দিনের ক্যাম্প করতে চায় বাংলাদেশ।

Share.