ঢাকা অফিস: দেশের স্বাধীনতায় বঙ্গবন্ধুর ভূমিকা ও তার সাহসী নানা প্রদক্ষেপ তুলে ধরে আলোচনা করছেন একের পর এক মাদ্রাসাশিক্ষক। সামনে বসে প্রায় ৬ শতাধিক ছাত্র বঙ্গবন্ধুর জীবন ও কর্ম সম্পর্কে শুনছেন।রোববার (১৫ আগস্ট) দুপুরে জাতীয় শোক দিবস উপলক্ষে গাজীপুরের শ্রীপুরে একটি কওমি মাদ্রাসায় এমন ব্যতিক্রমী আয়োজন হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ইকবাল হোসেন সবুজ।এ সময় তিনি বঙ্গবন্ধুকে নিয়ে মাদ্রাসাশিক্ষকদের এমন আয়োজনের প্রশংসা করে এমপি বলেন, ঘাতকরা জাতির পিতাকে হত্যা করে দেশের উন্নয়ন বাধাগ্রস্ত করতে চেয়েছিল আল্লাহর রহমতে তা পারেনি। ঠিকই বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা পিতার অসমাপ্ত কাজের হাল ধরেছেন।দেশের উন্নয়ন ও বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠায় সরকারপ্রধান শেখ হাসিনার সমর্থনে মাদ্রাসা ছাত্র-শিক্ষকদের পাশে থাকার আহ্বান করেন।এর আগে লতিফপুর জামিয়া উলূমে শারিয়াহ মাদ্রাসা ও এতিমখানায় জাতির পিতার আত্মার মাগফিরাত কামনায় কোরআনখানি ও দোয়া করা হয়।মাওলানা খোরশেদ আলমের পরিচালনায় অনুষ্ঠানে কথা বলেন মাদ্রাসার মহতামিম মাওলানা আশেকে মোস্তফা, শ্রীপুর উপজেলা কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ডের সভাপতি কাজী মইনউদ্দীন, উপজেলা পরিষদের চেয়ারম্যান শামসুল আলম প্রধান।
গাজীপুরে কওমি মাদ্রাসায় বঙ্গবন্ধুকে স্মরণ
0
Share.