তালেবানকে নিয়ে কথা বলে বিপাকে আফ্রিদি

0

স্পোর্টস ডেস্ক: পাকিস্তান ক্রিকেটের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি তালেবানকে সমর্থন জানিয়ে বক্তব্য দিয়েছেন। তালেবানের প্রশংসা করা নিয়ে আফ্রিদির ওই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এরপর থেকে সমালোচনার ঝড় বইছে। নায়লা ইনায়েত নামে পাকিস্তানের এক সাংবাদিক প্রথম ভিডিওটি তার টুইটার অ্যাকাউন্টে পোস্ট করেন। ওই ভিডিও ক্লিপে আফ্রিদিকে বলতে শোনা গেছে, তালেবান ক্ষমতায় এসেছে এতে কোনও সন্দেহ নেই। কিন্তু তারা ইতিবাচক মানসিকতা নিয়ে এসেছে। তারা নারীদের কাজ করতে দিচ্ছে। তারা নারীদের রাজনীতিতে ঢোকার সুযোগ করে দিচ্ছে। তারা ক্রিকেটকে সমর্থন দিচ্ছে…এবং আমি বিশ্বাস করি তালবান ক্রিকেট খুব পছন্দ করে। তবে এ ঘটনার পর শহীদ আফ্রিদির ওপর চটেছেন সাংবাদিক নায়লা ইনায়েত। তিনি আফ্রিদির বক্তব্যের অংশটি স্ট্যাটাসে তুলে ধরে লিখেছেন, ‘আফ্রিদিকে তালেবানের পরবর্তী প্রধানমন্ত্রী করা উচিত।’ পাকিস্তানের সাবেক অলরাউন্ডার এমন সময়ে তালেবানকে সমর্থন জানালেন, যখন কদিন আগেই কাবুল বিমানবন্দরে আত্মঘাতী হামলায় ১৩ মার্কিন সেনাসহ ১৭০ জন মারা গেছেন।

Share.