স্পোর্টস ডেস্ক: ২০২২ বিশ্বকাপ ইউরো অঞ্চলের বাছাইপর্বের ম্যাচে সুইজারল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেছিল ইতালি। ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছে। তবে টানা ৩৬ ম্যাচ অপরাজিত থাকার বিশ্বরেকর্ড গড়লো ইতালি।রোববার (৫ সেপ্টেম্বর) বাসেলের সেন্ট জাকব পার্কে মুখোমুখি হয়েছিল দলদুটি। গোলশূন্য প্রথমার্ধের পর ৫২ মিনিটে পেনাল্টি পায় ইতালি।কিন্তু উয়েফার বর্ষসেরা খেলোয়াড় জর্জিনহোর পেনাল্টি সুইস গোলরক্ষক ইয়ান সোমার ঠেকিয়ে দেন। এতে এগিয়ে যাবার চমৎকার সুযোগ হাতছাড়া হয় আজ্জুরিদের।রেফারির শেষ বাঁশিতে পয়েন্ট ভাগাভাগি করে দুদল। এর আগে টানা ৩৫ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড দখলে ছিল স্পেন ও ব্রাজিলের।এদিকে জর্জিয়াকে ৪-০ গোলে বিধ্বস্ত করে জয়ের ধারায় ফিরেছে স্পেন। লা রোজাদের পক্ষে একবার করে লক্ষ্যভেদ করেন- হোসে গায়া, কার্লোস সোলার, ফেরার তোরেস ও পাবলো সারাবিয়া। এছাড়া বড় জয় পেয়েছে- জার্মানি, ইংল্যান্ড ও বেলজিয়াম।
অপরাজিত থাকার বিশ্বরেকর্ড ইতালির
0
Share.