শনিবার, নভেম্বর ২৩

স্কুল খুলতেই যুক্তরাষ্ট্রে বাড়ছে শিশু করোনা রোগী

0

ডেস্ক রিপোর্ট:  যুক্তরাষ্ট্রে শিশুরা স্কুলে ফেরার পর দেশটির কর্মকর্তাদের সামনে নতুন এক সমস্যা দেখা দিয়েছে। দেশটিতে রেকর্ড পরিমাণ শিশু করোনায় আক্রান্ত হচ্ছে। প্রতি সপ্তাহেই আগের সপ্তাহের রেকর্ড ভাঙার মতো পরিস্থিতি তৈরি হচ্ছে। গত সপ্তাহে যুক্তরাষ্ট্রে প্রায় ২ লাখ ৫২ হাজার শিশু করোনায় আক্রান্ত হয়েছে। এই মহামারি শুরু হওয়ার পর এক সপ্তাহে আর কখনও একসঙ্গে এত শিশু করোনায় আক্রান্ত হয়নি। এমন তথ্য জানিয়েছে আমেরিকান অ্যাকাডেমি অব পেডিয়াট্রিকস অ্যান্ড দ্য চিল্ড্রেন্স হসপিটাল অ্যাসোসিয়েশন।সংগঠনটি বলছে, করোনা মহামারি শুরু হওয়ার পর দেশটিতে ৫০ লাখের বেশি শিশু করোনায় আক্রান্ত হয়েছে। তবে কেবল গত মাসেই আক্রান্ত হয়েছে সাড়ে ৭ লাখের বেশি শিশু। হঠাৎ করে সংক্রমণ বাড়ায় এমন অভিজ্ঞতার মুখোমুখি হয়েছে যুক্তরাষ্ট্র।প্রতি সপ্তাহে যে পরিমাণ শিশু করোনায় আক্রান্ত হচ্ছে, তা জুন মাসের চেয়ে বহু গুণ বেশি। ওই মাসে প্রতি সপ্তাহে প্রায় ৮ হাজার ৪০০ শিশু করোনায় আক্রান্ত হয়েছিল। যুক্তরাষ্ট্রের সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন জানিয়েছে, আক্রান্ত শিশুদের অর্ধেকের বেশিই দেশটি দক্ষিণাঞ্চলীয় রাজ্যগুলোর বাসিন্দা।এদিকে এত বিপুল পরিমাণ শিশু করোনায় আক্রান্ত হলেও পুরো দেশে মাত্র ২ হাজার ৪০০ জনের কম শিশু কোভিড-১৯ আক্রান্ত বা সন্দেহে হাসপাতালে ভর্তি হয়েছে। হাসপাতালে শিশু ভর্তির পরিমাণ সবচেয়ে বেশি টেক্সাসে। কারণ সেখানে স্কুলে মাস্ক পরার ওপর বাধ্যবাধকতা তুলে নিয়েছেন রাজ্যটি গভর্নর।

Share.