আজ সাত প্রেক্ষাগৃহে বছরের শেষ ছবি!

0

বিনোদন ডেস্ক:  ২০১৯ সালকে ধরা হচ্ছে ঢালিউড ইতিহাসের সবচেয়ে ম্লান বছর হিসেবে। বাণিজ্য তো বটেই, মুক্তির বিচারেও। সঙ্গে রাজধানীর ‘রাজমণি’ ছাড়াও দেশজুড়ে প্রচুর সিনেমা হল বন্ধ হয়েছে ‘বাণিজ্য নেই’ অভিযোগে। বছরের শেষ সপ্তাহে এসে ঠিক সেই চিত্রটি আরও প্রকট হয়ে ধরা দিলো ‘মায়া- দ্য লস্ট মাদার’ সিনেমার সূত্র ধরে। বছরের শেষ সিনেমা হিসেবে এটি আজ (২৭ ডিসেম্বর) মুক্তি পাচ্ছে দেশের মাত্র ৭টি প্রেক্ষাগৃহে! অথচ দেশে এখনও দেড় শতাধিক প্রেক্ষাগৃহ চালু রয়েছে। এ সপ্তাহে নেই টলিউডের কোনও ছবি।  মাসুদ পথিক পরিচালিত সরকারি অনুদানপ্রাপ্ত এই ছবিটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন জ্যোতিকা জ্যোতি। তিনি বলেন, ‘আমাদের চলচ্চিত্র ধ্বংসের প্রধান কারণ ফিল্মি পলিটিকস। আর কিছু নয়।’ এতে জ্যোতিকা জ্যোতি ছাড়াও অভিনয় করেছেন মুমতাজ সরকার (কলকাতা), প্রাণ রায়, দেবাশীষ কায়সার, সৈয়দ হাসান ইমাম, ঝুনা চৌধুরীসহ অনেক।  আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিত্রশিল্পী শাহাবুদ্দিন আহমেদের চিত্রকর্ম ‘নারী’ এবং কবি কামাল চৌধুরীর ‘যুদ্ধশিশু’ কবিতা অবলম্বনে নির্মিত হয়েছে ‘মায়া, দ্য লস্ট মাদার’ ছবিটি। ছবিটি প্রসঙ্গে জ্যোতি বলেন, ‘এই ছবিতে আমি অভিনয় করেছি বলে বলছি না, প্রতিটি দেশপ্রেমী মানুষেরই এটা দেখা উচিত। এতে মাটির গন্ধ আছে, আছে বাংলাদেশের ৬৮ হাজার গ্রাম-বাংলার রূপ। আছে মুক্তিযুদ্ধের চেতনা ও মুক্তিযুদ্ধ-পরবর্তী বর্তমান সমাজব্যবস্থার বাস্তব চিত্র। অথচ পরিচালক ছবিটিকে দর্শকদের চোখ পর্যন্ত পৌঁছে দিতে পারছেন না। এটা আমাদের জন্য হতাশার।’
ছবিতে নাম ভূমিকায় অভিনয় করেছেন জ্যোতি। যিনি একজন বীরাঙ্গনার মেয়ে। মাঠে চাষ করে নিজের সংসার চালায়। কারও সাত-পাঁচে নেই। তবু বীরাঙ্গনার মেয়ে হওয়ায় প্রতিটা মুহূর্তে নানা সমস্যার মুখোমুখি হতে হয় সমাজের কাছে। নির্মাতা মাসুদ পথিক জানান, আজ (শুক্রবার) থেকে প্রথম সপ্তাহে ছবিটি চলবে ঢাকার বলাকা, শ্যামলী সিনেমা, নারায়ণগঞ্জের সিনেস্কোপ, সিলেটের বিজিপি সিনেমা হল, খুলনার লিবার্টি, বগুড়ার সোনিয়া ও চট্টগ্রামের সিলভার স্ক্রিন-এ।

Share.