পরমাণু ইস্যুতে রাশিয়া গেলেন ইরানের এসলামি

0

ডেস্ক রিপোর্ট:  পারমাণু সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা করতে ইরানের ভাইস প্রেসিডেন্ট এবং পরমাণু শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ এসলাম রাশিয়া গেছেন। রয়টার্সের খবরে বলা হয়েছে, ইরানের পরমাণু শক্তি সংস্থার প্রধান মস্কোতে রাশিয়ার রাষ্ট্র নিয়ন্ত্রিত পারমাণবিক ফার্ম ‘রস্ট্রম’ এর নির্বাহী প্রধানের সঙ্গে আলোচনা করবেন। বৈঠকে মোহাম্মদ এসলামির রাশিয়ার সঙ্গে পরমাণু সহযোগিতার নানা বিষয়ে আলোচনার কথা রয়েছে। রয়টার্সের খবর অনুসারে, এমন এক সময় ইরানের পরমাণু শক্তি সংস্থার প্রধান রাশিয়া ভ্রমণ করছেন যখন পরমাণু কেন্দ্র পরিদর্শন নিয়ে পশ্চিমা বিশ্বর সঙ্গে ইরানের চরম উত্তেজনা বিরাজ করছে। সম্প্রতি ইসরাইলের প্রতিরক্ষা বাহিনীর প্রধান বেনি গ্যান্টজ আন্তর্জাতিক সম্প্রদায়কে দ্রুত ইরানের পরমাণু কর্মসূচি থামাতে প্লান-বি গ্রহণের আহ্বান জানিয়েছেন। তার অনুমান, পরমাণু অস্ত্র বানানোর সক্ষমতা থেকে ইরান আর মাত্র ২ মাস দূরে আছে। গেল সপ্তাহে ইসরাইলের ঘনিষ্ঠমিত্র যুক্তরাষ্ট্র তাদের প্রতিনিধিদের ইরানের পারমাণবিক কেন্দ্র পরিদর্শনে অনুমতি দিতে আহ্বান জানিয়েছে। কিন্তু ইরান যুক্তরাষ্ট্রের আহ্বান নাকচ করে দিয়ে বলেছে,  তাদের পারমাণবিক কেন্দ্রে হামলার নিন্দা যে দেশ জানায়নি, পারমাণবিক কেন্দ্র পরিদর্শনে তাদের কোনো অধিকার নেই। ইসরাইল কোনো ভাবে ইরানকে পরমাণু অস্ত্রের অধিকারী হতে দিতে চায় না। এ লক্ষ্যে ইহুদিবাদী দেশটি প্রায়ই ইরানের পরমাণু কেন্দ্র ও পরমাণু বিজ্ঞানীদের ওপর হামলা করে। গত এপ্রিলে ইসরাইল ইরানে নাতাঞ্জ পরমাণু কেন্দ্রে হামলা করে। তার আগে ২০২০ সালের নভেম্বরে তেহরানের অদূরে এক সন্ত্রাসী হামলায় প্রাণ হারান ইরানের শীর্ষ পরমাণু বিজ্ঞানী ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের গবেষণা ও উদ্ভাবনী সংস্থার চেয়ারম্যান মোহসেন ফাখরিজাদেহ। এ হত্যার পেছনে ইহুদিবাদী ইসরাইলের বড় ভূমিকা রয়েছে বলে শুরু থেকে দাবি করছে তেহরান।

Share.