নেতা-কর্মীদের জোরে জোরে স্লোগান দিতে বললেন ফখরুল

0

ঢাকা অফিস:  বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের তত্ত্বাবধানে নতুন করে কমিটি গঠন করা হচ্ছে, এতে নতুন জোয়ার সৃষ্টি হয়েছে। এজন্য সরকারের হৃৎকম্প উপস্থিত হয়েছে। এ জন্য তারা বিএনপির ওপর চড়াও হয়ে আক্রমণ করছে।এ সময় তিনি নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, রাস্তায় নেমে জোরে জোরে স্লোগান দিতে হবে। তাহলেই হবে কাজ। সেটার জন্য প্রস্তুতি নাও। সময় এসেছে উঠে দাঁড়ানোর।বুধবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে বিএনপির ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে করোনা ও ডেঙ্গু হেল্প সেন্টারের উদ্বোধনকালে মির্জা ফখরুল এসব কথা বলেন।ফখরুল বলেন, অনতিবিলম্বে পদত্যাগ করে একটি নিরপেক্ষ নির্বাচন দিন। অন্যথায় পালানোর পথ খুঁজে পাবেন না।গণমাধ্যমের ভূমিকার সমালোচনা করে ফখরুল বলেন, ‘১৯৭৫ সালে যখন বাকশাল হয়েছিল, তার আগে এক ব্যক্তির পূজা চলছিল। আজকে আবার একইভাবে এক ব্যক্তির পূজা শুরু হয়েছে। গত মঙ্গলবারের পত্রিকা দেখলে বোঝা যায়, কীভাবে সব গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করা হয়েছে। আবার তারা পুরোনো স্লোগান নিয়ে এসেছে, এক নেতা এক দেশ, হাসিনার বাংলাদেশ।’অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, ‘যদি আওয়ামী লীগ তার অফিসের সামনে মিটিং করতে পারে, তাহলে আমরা কেন পারব না? যেদিন আওয়ামী লীগ অফিসের সামনে মিটিং করা হবে, তার পরদিন বিএনপি অফিসের সামনে আমরা মিটিং করব।’

Share.